মুক্ত হলেই খালেদা জিয়ার রাজনীতিতে ফেরা সম্ভব: ফখরুল

ঢাকা প্রতিনিধি: পরিপূর্ণভাবে মুক্ত হলেই খালেদা জিয়ার রাজনীতিতে ফেরা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ কথা বলেন বিএনপি মহাসচিব।

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি আরও বলেন, চলমান আন্দোলনে জীবন বাজি রেখে লড়বে বিএনপি। এ আন্দোলনের মাধ্যমেই পতন হবে সরকারের।

জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় সরকার অপ্রয়োজনীয় প্রকল্পের নামে দুর্নীতি ও লুটপাটে মেতেছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করা হলেও মওকুফ বা মুক্ত করা হয়নি। অবিলম্বে পরিপূর্ণভাবে খালেদা জিয়ার মুক্তি চাই।

ভারতের আদানি গ্রুপের কাছ থেকে চড়া মূল্যে জ্বালানি কেনার সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই যে বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তি নিয়ে আজ দেশি-বিদেশি সব বিশ্লেষকরা বলছেন, এটা একটা অপ্রয়োজনীয় ও অসম চুক্তি। যেখানে বাংলাদেশ শুধু পয়সা দিয়ে যাবে। কোনো লাভ পাবে না।

ঢাকা/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »