ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ৯ জন ট্যালেন্টপুল এবং ৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৬জন ছাত্রী ও ৬ জন ছাত্র রয়েছে। এ স্কুল থেকে সর্বমোট ১৪ জন প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে।
ভোলার জেলা প্রশাসক ও ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি তৌফিক-ই-লাহী চৌধূরীর সার্বিক নির্দেশনায় এমন সফলতা অর্জিত হয়েছে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: তৌহিদুল ইসলাম বলেন,মাননীয় জেলা প্রশাসক ও সভাপতি, ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সার্বিক নির্দেশনা অনুযায়ী গুনগত মান বজায় রেখে শিক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।এরই ধারাবাহিকতায় এমন সফলতা অর্জিত হয়েছে। ভবিষ্যতেও ভালো ফলাফল অব্যাহত রাখতে আরও নিবিড়ভাবে পাঠদান করা হবে। তিনি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন।
মনজুর রহমান/ইবিটাইমস/এম আর