দু’দিনের সফরে ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনামন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো দু’দিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বাণিজ্য ও নাগরিকদের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে চার দশকেরও বেশি সময় পর ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টায় রাজধানীর বনানীতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে এ দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো।এছাড়া সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সান্তিয়াগো ক্যাফিয়েরো।

আর্জেন্টিনার মন্ত্রীর এই সফরে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা অব্যাহতি, ফুটবলে সহযোগিতা, দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমি ও কৃষি খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে সান্তিয়াগো ক্যাফিয়েরোর।

১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। এরপর ঢাকায় দেশটির দূতাবাস খোলা হলেও, ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়। তবে কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটির নজর কাড়ে।

গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল শিরোপা জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো।

ঢাকা/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »