পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে সুপারি গাছ চাপায় শাহিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডেও গন্ডতা গ্রামের মৃত মেরাজ মিরের স্ত্রী। ওই বৃদ্ধাকে রবিবার (২৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে মো. কিরন মির জানান, তাদের বাড়ির পাশের গান্ডতা থেকে একটি খাল খননের কাজ চলছে। আর সেখানে তাদের জমি থেকে খাল কাটার কাজ চলে। সেখানের জমিতে থাকা বিভিন্ন ধরনের গাছ তারা কেটে নিচ্ছিলেন। কিন্তু ওই দিন বিকালে শ্রমিকরা একটি সুপারি গাছ কাটার কালে গাছে বাঁধা রশি ধরে তিনি টান দেন। সেই রশি নিয়ে সরে যাওয়ার আগেই তার গায়ের উপর ওই সুপারি গাছটি চাপা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. উমাম উদ্দিন বলেন, ওই বৃদ্ধাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। হয়তো তিনি গাছ চাপায় ঘটনা স্থলেই বা আনার সময় পথে মারা গেছেন।
স্থানীয় ইউপি মেম্বার মো. জাকির হোসেন জানান, খাল কাটার কাজ চললে সেখানে থাকা গাছ-পালা স্থানীয় জমির মালিকরা অপসরন করছিলেন। আর ওই বৃদ্ধা তাদের জমিতে থাকা গাছ কাটার শ্রমিকদের সহযোগীতা করতে গিয়ে তিনি গাছ চাপায় নিহত হন।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, গাছ চাপায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। কিন্তু তাকে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস