পিরোজপুরে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপির পদযাত্রা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপির পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত ওই পদযাত্রা কর্মসূচীর নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু জানান, ওই দিন নেতা-কর্মীদের নিয়ে শান্তিপূর্ন কর্মসূচী হিসাবে দলীয় কার্যালয় থেকে বের হলে পুলিশ দফায় দফায় বাঁধা দেয়। পরে নেতাকর্মীরা জড়ো হয়ে স্থানীয় সোনালী ব্যাংকের সামনে থেকে পদযাত্রা বের করেন। কিন্তু পদযাত্রাটি বড় মসজিদ পর্যন্ত গেলে পুলিশ সেখানে পদযাত্রা আটকে দেন। পরে সেখান থেকে ফিরে টাউন স্কুল মার্কেটের সামনে গিয়ে পথ সভার আয়োজন করা হয়।

জেলা  বিএনপির আহ্বায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথ সভায় বক্তব্য রাখে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, ‘দেশে আজ এক নীবর দূর্ভিক্ষ চলছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। সাধারন মানুষ খাদ্য দ্রব্য কিনতে পারছে না। কিন্তু সরকারী সরকারী দলের নেতাদের লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে। আর এ সবের বিরুদ্ধে দেশের সাধারন মানুষ আজ ফুঁসে উঠছে। সরকারের এসব অপকর্মের প্রতিবাদ করায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও  তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে কৌশলে আটকে আটকে রাখছে। দেশের মানুষের ভোটাধীকার হরন করে সরকার রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে আছে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি আগামী নির্বাচনে যাবে না । আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে’।

জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চাঁন বলেন, সংগঠনের কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসাবে জেলা কমিটির উদ্যোগে আয়োজিত পদযাত্র কর্মসূচীতে পুলিশ ভুমিকা ছিলো অত্যান্ত ন্যাক্কার জনক। কিন্তু তারপরও নেতাকর্মীরা সকল বাঁধা উপেক্ষা করে কর্মসূচীকে সফল করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »