তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে

তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম  

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার(২৫ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ার উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত ভূমিকম্পে ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে গত ৬ ফেব্রুয়ারির ৭,৮ মাত্রার ভূমিকম্পে সিরিয়ায় কর্তৃপক্ষ মৃতের সংখ্যা ৫ হাজার ৯১৪ জন বলে জানিয়েছে। সেই হিসেবে দুই দেশের তথ্য মিলিয়ে নিহতের সংখ্যা এখন ৫০ হাজার ১৩২ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও অসংখ্য ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

এর মধ্যেই তুরস্ক গৃহহীন ১৫ লাখ মানুষের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির সরকারি এক কর্মকর্তা।
৬ ফেব্রুয়ারি প্রথম দফায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায়। এর কিছুক্ষণ পরে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।

স্বেচ্ছাসেবক সহ প্রায় দুই লাখ ৪০ হাজার উদ্ধারকর্মী তুরস্কের ১১টি ভূমিকম্প-বিধ্বস্ত প্রদেশে কাজ চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় প্রাথমিকভাবে প্রবেশ করা কঠিন ছিল। কিন্তু পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তাদের অগ্রগতির সাথে সাথে হতাহতের সংখ্যা বাড়ছে।

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে বিশ্বের প্রায় ১৮০ টি দেশ বিভিন্ন উপায়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই সমস্ত দেশের অনেকে আবার উদ্ধারদল পাঠিয়েছিল।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »