ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ উপদষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলর সম্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, বিএনপি জামাত দেশের মানুষকে নির্বিচারে আগুন দিয়ে পুড়িয়ে মারার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লোটার আবারও অপচেষ্টায় লিপ্ত হচ্ছে । তাদের আগুন সন্ত্রাস আওয়ামীলীগ জনগনকে সাথে নিয়ে প্রতিহত করবে এবং তাদরকে সমুচিত জবাব দেবে।
তিনি শনিবার সকাল ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনের সড়কে জেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সরদার মাঃ শাহ আলমের সভাপতিত্ব এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির অন্যদের মধ্য যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, যুবলীগ আহায়ক রজাউল করিম জাকির, স্বেছাসেবক লীগ আহায়ক শফিকুল ইসলাম শফিক ও সদস্য সচিব এস এম আল আমিন, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ (মধু) প্রমূখ বক্তব্য রাখেন।
বাধন রায়/ইবিটাইমস