ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম (৪১) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের মো. মোকসেদ আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত অমিরুল একজন গরুর ব্যবসায়ী। তিনি ওই রাতে স্থানীয় একটি মাহফিলে ওয়াজ শুনতে যান। সেখান থেকে একাএকা বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় তাকে উদ্ধা করেন। পরিবার সুত্র জানান, ওই ব্যবসায়ীর সাথে গত জানুয়ারী মাসের দিকে একই গ্রামের তাহসিন নামের এক যুবকের সাথে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ হয়। এ সময় ওই যুবক ও তার লোকজন তাকে হত্যার হুমকী দেয়। আর এ ঘটানার জেরে তাকে ওই তাহসিনের নেসতৃত্বে কিছু লেঅক নিয়ে কুপিয়ে হত্যা কার হয়েছে।
থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া গ্রামে অনুষ্ঠিত এক মাহফিলে গিয়েছিল আমিরুল। গভীর রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন যুবক আমিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তাহসিন সহ ৩ জনকে আটক করেছে।
এ ঘটনায় মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস