ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল ১১টায় এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডিলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে আলেচনা সভায় অনুষ্ঠানে আলহাজ্ব আমির হোসেন আমু ভাষা আন্দোলনের উপর গুরুত্ব বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও নলছিটি উপজেলা চেয়াম্যান সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
আলোচনা সভার পূর্বে অতিথিদের নিয়ে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু ঝালকাঠির জেলার ৮ জন কবির ১০টি কাব্যগ্রন্থ্য ও ২টি সংকলিত কাব্যগ্রন্থ্য মোড়ক উন্মোচন করেন । মু. আল আমিন বাকলাই’র “প্রাচিন বাংলার মুসলমানদের আগমন ও ঝালকাঠি” এবং “বাংলা সাহিত্যে ঝালকাঠি”, মাহমুদা খানম’র জয় বাংলা একটি শ্লোগান, পলাশ রায়’র “বধ্যভূমির গদ্য” জহিরুল ইসলামে “ভাব সাগর ও মন মাঝি” ২টি কাব্যগ্রন্থ্য, মিনহাজ সাদ্দামের “অনতিম অপেক্ষায়” মোঃ রিয়াজ আহসানের “প্রকৃতির সরবরে”, হৈমন্তি শুক্লা ওঝা’র “নির্বাসন”, কবি রবিউল ইসলাম’র “প্রত্যাশার প্রহর” ও ১৫জন কবির কবিতা নিয়ে কাব্যগ্রন্থ্য “কবিতার জল ছাপ” এবং জেলার ২৬জন কবির নির্বাচিত কবিতা নিয়ে “কবি ও কবিতায় ঝালকাঠি” প্রকাশের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস