ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি কালেক্টরেট স্কুল চত্বরে দিন ব্যাপি মহান শহীদ দিবন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় বিনামূল্যে চক্ষু শিবির, রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেনদের গুরুত্ব দিয়ে এই ক্যাম্পে ১২শ মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং ছানি অপারেশন ও লেন্স স্থাপন যোগ্য রোগীদেরকে বিনা খরচে বরিশাল নিয়ে যাওয়া হয়েছে। স্বল্পমূল্যে লেন্স স্থাপন করা হবে। ঝালকাঠির জেলা প্রশাসন এর আয়োজেন করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডিলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব আমির হোসেন আমু এই ধরণের চিকিৎসা সেবা প্রদানের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং দেশের বিভিন্ন সংস্থাকে এই ধরণের রোগীদের সেবা দেওয়ার মানষিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলহাজ্ব আমির হোসেন আমু চিকিৎসা সেবা প্রদানকারীর বিভিন্ন ডাক্তার ও রোগীদের সাথে কথা বলেন।
বাধন রায়/ইবিটাইমস