পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাঈদুর রহমান সাঈদ-এর মালিকাধীন ইটভাটা ভেংগে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
জানা গেছে, কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়োনায় দায়ে ওই ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমাণ আদালতে একজনকে ৬ মাসের কারাদন্ড দেয় ও একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।
সোমবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিস উপজেলার কালাইয়া গ্রামে এভিএম ব্রিকসে অভিযান চালায়। এ সময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় ভাটার চিমনি এবং কাঁচা ইট নষ্ট করে দেন অভিযান পরিচালনাকারী টিম। তখন সেখানে থাকা মাটির মিক্সার মেশিন, স-মিলের মেশিন, পানির মেশিন পুড়িয়ে দেওয়া হয়। পরে ভাটার ফায়ার মিস্ত্রী রাজু হাওলাদারকে গ্রেফতার করে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাস কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বরিশাল পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে এ অভিযান চালানো হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, বরিশালের পরিবেশ অধিদপ্তর ভাটায় অভিযান চালায়। এসময় একজনকে ছয়মাসের কারাদন্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ইট ভাটা এভিএম ব্রিকসে মালিক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাঈদুর রহমান সাঈদ ঘটনার সতত্যা স্বীকার করে জানান, বৈধ কাগজ না থাকায় পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল অভিযান চালিয়ে আমার ইট ভাটা ভেঙ্গে দিয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস