ঝালকাঠি প্রতিনিধি: বিসিকের উদ্ভাবনী উদ্যােগ মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের GIS ভিত্তিক অনলাইন ডাটাবেজ কর্মসূচীর ঝালকাঠিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অবহিতকরণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জুয়েল রানা ও অতিরিক্ত পুলিশ মঈনুল হক সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বিসিকের ঝালকাঠি কর্মকর্তা শাফাউল করিম ডাটাবেইজের বিষয় সুচনা বক্তব্য রাখেন।
শিল্পসংক্রান্ত যাবতীয় তথ্য একই স্থান হতে সহজে ও দ্রুত পাওয়ার সুবিধা প্রদানের মাধ্যমে শিল্প উদ্যােক্তরা সরকারী-বেসরকারী ও আন্তজার্তিক সংস্থা, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ ব্যাপক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার মাধ্যমে দেশের শিল্পায়নে গতি সঞ্চারের লক্ষ্যে গৃহীত দেশের সর্বপ্রথম অনলাইন ডাটাবজ।
দেশে বর্তমানে প্রায় ১০লক্ষ মাঝারী, ক্ষুদ্র ও কুটির শিল্প রয়েছে। দেশপর প্রায় সমগ্র অঞ্চল ছড়িয়ে ছিটিয়ে থাকা এ সমস্ত শিল্পের পূর্ণাঙ্গ তথ্য এক স্থান হতে সংগ্রহ করার কোন সুবিধা না থাকায় নতুন শিল্প উদ্যােক্তা, গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা গুলো দেশপর শিল্পায়ন তথা আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়াজনীয় সিদ্ধান্ত গ্রহণে নানা বিড়াম্বনার সম্মুখীন হয় থাকে। যা প্রকারান্তে দেশের শিল্পায়নকে বঁাধাগ্রস্থ করে । এ অবস্থা নিরসনে শিল্পের অনলাইন ভিত্তিক ডাটাবজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ ভাবনা এবং গতানুগতিক পদ্ধতিতে সেবাদানের বিপরীতে সময়পর চাহিদা অনুসারে বিসিকের তথ্য প্রযুক্তি নির্ভর সেবাদান কার্যক্রমের পরিধি বৃদ্ধির তাগিত থেকে বিসিক এ উদ্যােগটি গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করে।
দেশব্যাপী বিভাগভিত্তিক ডাটা এটির সর্বশেষ অগ্রগতি অনুযায়ী ১০ লক্ষ শিল্প প্রতিষ্ঠানের অনলাইন ডাটাবজ অন্তভুক্ত করা হয়। এর বরিশাল বিভাগ মাঝারি শিল্প ২টি, ক্ষুদ্র শিল্প ১১টি, মাইক্রাে ১১৬টি ও কুটির শিল্প ৬০টি সহ মাট ১৮৯টি এটি করা হয়েছে। ঝালকাঠি জেলায় এন্টিযোগ্য ৬ হাজার শিল্পের ৫২জন ডিজিটাল সেবা উদ্যােক্তা রয়েছে।
বাধন রায়/ইবিটাইমস