পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে দুই প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রবিবার (১৯ ফেব্রæয়ারী) মনোনয়পত্র জমা প্রদানের শেষ দিনে ওই দিন দুুপুরে তারা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা আ’লীগের সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. মোশারেফ হোসে খান ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মো. হিরুয়ার রহমান মোল্লা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় নৌকা প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশুতোষ বেপারী, উপজেলা কৃষকলীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল সহ আ’লীগের নেতারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, আ’লীগ মনোনীত প্রার্থী মোশারেফ হোসেন খান নাজিরপুরে জমা দিলেও স্বতন্ত্র প্রার্থী মো. হিরুয়ার রহমান মোল্লা পিরোজপুরে জমা প্রদান করেছেন।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মো. হিরুয়ার রহমান মোল্লা জানান, নিরাপত্তা জনিত কারনে তিনি পিরোজপুর জেলা নির্বাচন অফিসে তার মনোনয় পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের মৃত্যু হয়। ওই শূন্য পদে আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ ফেব্রুয়ারী) বাছাই ও আগামী ২৭ ফেব্রুয়ারী প্রত্যাহারের তারিখ ঘোষনা করা হয়েছে। ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ১লাখ ৫৫ হাজার ৭৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৭৯ হাজার ১৭৪ জন পুরুষ ও ৭৫ হাজার ৯০৪ জন নারী ভোটার রয়েছেন। ওই সব ভোটাররা ইভিএম এর মাধ্যমে ৫৯টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস





















