হবিগঞ্জে নারী উদ্যোক্তা ফোরামের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে নারী উদ্যোক্তা ফোরামের প্রীতি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১২ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি বদরুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার। বিশেষ অথিতি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা জলি, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহানারা চৌধুরী , জাহানারা আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স্মৃতি চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আলেয়া আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ফলে নারীরা এখন শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ থাকছেনা। তারা নিজেরা আয় করছে, স্বাবলম্বী হচ্ছে, পরিবারকে সাপোর্ট দিচ্ছে। আজকের প্রীতি সম্মেলনের মাধ্যমে জেলার নারী উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে এবং তাদের ব্যবসার আরও প্রসার ঘটবে বলে আমি মনে করি।

এসময় অন্যান্য বক্তারাও নারী উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন।

হবিগঞ্জ নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি বদরুন্নাহার চৌধুরী বলেন, জেলার সকল উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্দেশ্যেই আমাদের এই প্রীতি সম্মেলন। এর মাধ্যমে উদ্যোক্তারা একেঅপরের সাথে পরিচিত হতে পারবে। অভিজ্ঞতা শেয়ার করার ফলে তাদের ব্যবসার প্রসার ঘটবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নারী উদ্যোক্তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে আরও বেশি কাজ করতে পারবে বলেও জানান তিনি।

প্রীতি সম্মেলন শেষে উদ্যোক্তাদের তৈরি খাদ্য ও পণ্য সামগ্রী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জেলার ৮৪ জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »