ভিয়েনা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে বাংলাদেশি মধ্যস্থতাকারীর বিরুদ্ধে অভিবাসীদের শোষণের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮ সময় দেখুন

এই বাংলাদেশি মধ্যস্থতাকারী পিয়াসেঞ্জা প্রদেশের একটি অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে মধ্যস্থতাকারীর কাজ করতেন৷

ইউরোপ ডেস্কঃ ইউরোপের বিভিন্ন ভাষায় অভিবাসীদের নিয়ে প্রকাশিত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তারা জানায়, সেখানে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তির বিরুদ্ধে তদন্তে অভিবাসীদের শোষণের কাজে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। কাজের সূত্রে এসব অভিবাসীর সঙ্গে তার পরিচয় হতো৷ স্থানীয় পুলিশের এই তদন্তে সহায়তা করেছে প্রদেশের রাষ্ট্রীয় তদন্তকারীরাও৷

এই বাংলাদেশি অভিবাসীকে অবিলম্বে উত্তর ইতালি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং সেখানে বাস করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ যে অভিবাসী কেন্দ্রে তিনি কাজ করতেন, সেখানেই আশ্রয়প্রার্থীদের নানা কাজ দেয়ার প্রতিশ্রুতি দিতেন এই বাংলাদেশি৷ সরকারি সংস্থাগুলোর সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটিকে কাজে লাগাতেন তিনি৷ এরপর আশ্রয় আবেদন করা অভিবাসীদের ইতালির বিভিন্ন কৃষি ক্ষেতে শোষণমূলক কাজের জন্য পাঠিয়ে দিতেন তিনি ৷

অনলাইন পোর্টালটি ইতালির স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘‘সে অভিবাসীদের অসহায়ত্বের সুযোগ নিত ৷ ইতালির শ্রম আইন অনুযায়ী যে বেতন তাদের দেয়ার কথা, বাস্তবে তাদের দেয়া হতো তার চেয়ে অনেক কম বেতন৷ এই বেতন তাদের কাজের পরিমাণ এবং ধরণের সঙ্গেও মানানসই ছিল না৷ অনেকক্ষেত্রে তাদের বেতন দেয়া হতো অনেক দেরিতে, কোনো কোনো ক্ষেত্রে একেবারে দেয়াই হতো না ৷”

এই কাজে জড়িত থাকার অভিযোগে অন্য এক বাংলাদেশি এবং দুই মিশরীয় নাগরিকের বিরুদ্ধেও তদন্ত চলছে৷ স্থানীয় পুলিশ আরো জানতে পেরেছে যে, ‘‘একটি খামারে বসবাসের পরিস্থিতি ছিল খুবই অস্বাস্থ্যকর৷ থাকার ব্যবস্থা ছিল খুবই নোংরা এবং যে পরিমাণ মানুষ বাস করছিলেন তার তুলনায় অনুপযুক্ত ছিল৷ ময়লা আবর্জনা ব্যাগের মধ্যে স্তূপ করে দিনের পর দিন রাখা হয়, যাতে ইঁদুরদের উপদ্রব বেড়ে গিয়েছিল ৷”

পিয়াসেঞ্জা প্রিফেক্ট কার্যালয় থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই অভিবাসী কেন্দ্রের দায়িত্বে থাকা কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিতে পরিবর্তন আনা হয়েছে ৷

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে বাংলাদেশি মধ্যস্থতাকারীর বিরুদ্ধে অভিবাসীদের শোষণের অভিযোগ

আপডেটের সময় ০২:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

এই বাংলাদেশি মধ্যস্থতাকারী পিয়াসেঞ্জা প্রদেশের একটি অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে মধ্যস্থতাকারীর কাজ করতেন৷

ইউরোপ ডেস্কঃ ইউরোপের বিভিন্ন ভাষায় অভিবাসীদের নিয়ে প্রকাশিত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তারা জানায়, সেখানে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তির বিরুদ্ধে তদন্তে অভিবাসীদের শোষণের কাজে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। কাজের সূত্রে এসব অভিবাসীর সঙ্গে তার পরিচয় হতো৷ স্থানীয় পুলিশের এই তদন্তে সহায়তা করেছে প্রদেশের রাষ্ট্রীয় তদন্তকারীরাও৷

এই বাংলাদেশি অভিবাসীকে অবিলম্বে উত্তর ইতালি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং সেখানে বাস করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ যে অভিবাসী কেন্দ্রে তিনি কাজ করতেন, সেখানেই আশ্রয়প্রার্থীদের নানা কাজ দেয়ার প্রতিশ্রুতি দিতেন এই বাংলাদেশি৷ সরকারি সংস্থাগুলোর সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটিকে কাজে লাগাতেন তিনি৷ এরপর আশ্রয় আবেদন করা অভিবাসীদের ইতালির বিভিন্ন কৃষি ক্ষেতে শোষণমূলক কাজের জন্য পাঠিয়ে দিতেন তিনি ৷

অনলাইন পোর্টালটি ইতালির স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘‘সে অভিবাসীদের অসহায়ত্বের সুযোগ নিত ৷ ইতালির শ্রম আইন অনুযায়ী যে বেতন তাদের দেয়ার কথা, বাস্তবে তাদের দেয়া হতো তার চেয়ে অনেক কম বেতন৷ এই বেতন তাদের কাজের পরিমাণ এবং ধরণের সঙ্গেও মানানসই ছিল না৷ অনেকক্ষেত্রে তাদের বেতন দেয়া হতো অনেক দেরিতে, কোনো কোনো ক্ষেত্রে একেবারে দেয়াই হতো না ৷”

এই কাজে জড়িত থাকার অভিযোগে অন্য এক বাংলাদেশি এবং দুই মিশরীয় নাগরিকের বিরুদ্ধেও তদন্ত চলছে৷ স্থানীয় পুলিশ আরো জানতে পেরেছে যে, ‘‘একটি খামারে বসবাসের পরিস্থিতি ছিল খুবই অস্বাস্থ্যকর৷ থাকার ব্যবস্থা ছিল খুবই নোংরা এবং যে পরিমাণ মানুষ বাস করছিলেন তার তুলনায় অনুপযুক্ত ছিল৷ ময়লা আবর্জনা ব্যাগের মধ্যে স্তূপ করে দিনের পর দিন রাখা হয়, যাতে ইঁদুরদের উপদ্রব বেড়ে গিয়েছিল ৷”

পিয়াসেঞ্জা প্রিফেক্ট কার্যালয় থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই অভিবাসী কেন্দ্রের দায়িত্বে থাকা কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিতে পরিবর্তন আনা হয়েছে ৷

কবির আহমেদ/ইবিটাইমস