পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে জন্মের ৫ ঘন্টা পর মধ্যে নবজাতকের জন্ম সনদ নিয়ে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ ফেব্রæয়ারী) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে।
জানা গেছে, ওই গ্রামের আক্তারুজ্জামান ও সাবিনা ইয়াসমিন দম্পত্তি ওই দিন বেলা ১১টার দিকে একটি কন্যা সন্তান জন্ম দেন। কন্যা সন্তানটি জন্মের ৫ঘন্টার মধ্যে বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ওই নবজাতক ও তার মায়ের কাছে ফুলের শুভেচ্ছা প্রদান সহ তাকে জন্ম সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার দাস ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান, ইউপি সচীব মো. নুরুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। এ সময় তারা ওই নবজাতকের জন্য আর্থিক সাহায্য ও দুগ্ধজাত খাবার প্রদান করেন।
ওই ইউনিয়নের চেয়ারম্যান জানান, এ ছাড়া গত শুক্রবার (১০ ফেব্রæয়ারী) রাতে একই ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের মাহাবুব শেখের জন্ম নেয়া কন্যার সনদ জন্মের ১৭ ঘন্টার মধ্যে গত শনিবার (১১ ফেব্রæয়ারী) দুপুরে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। স্থানীয় গ্রাম পুলিশের কাছ থেকে পাওয়া জন্ম তথ্যের মাধ্যমে তাদের ওই সনদ প্রস্তুত করা হয়েছে।
তিনি আরো জানান, জন্ম ও মৃত্যু সনদ পেতে যাতে ভোগান্তি না হয় সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস