সাগর-রুনি হত্যার ১১ বছর, বিচার শুরু হতে কত দূর?

ইবিটাইমস ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনিকে নির্মম হত্যাকাণ্ডের ১১ বছর আজ শনিবার (১১ফেব্রুয়ারি)। এতো বছরেও শেষ হয়নি এ হত্যাকাণ্ডের মামলার তদন্ত।

তদন্ত কর্মকর্তারা বিগত ১১ বছরে ৯৫ বার সময় নিয়েও আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেননি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। এ সময় বাসায় ছিল সাংবাদিক দম্পতির ছেলে মাহির সরওয়ার মেঘ।

১১ বছর পেরিয়ে গেছে, তবু সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও বিচার পায়নি পরিবার। এই হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের আইনের আওতায় আনার জন্য এক অভিনব প্রতিবাদ করার কথা জানিয়েছে তাদের পরিবার। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ সামনে রেখে আয়োজন করা হয়েছে এক প্রতীকী প্রদর্শনীর। ‘সাগর-রুনি ক্রাইম সিন ডু নট ক্রস’ শিরোনামে এ  প্রদর্শনীর আয়োজন করা হয় যেখানে বারান্দার একপাশে ঝুলছে শাড়ি, পাশেই শিশুর জামা। যেন মায়ের বুকে ছোট্ট সন্তান। ১০ জন শিল্পীর আঁকা চিত্রকর্ম ভিন্ন ভিন্ন মাধ্যমে সাগর-রুনির ব্যবহার করা জিনিসপত্র, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও তাদের ছবি নিয়ে এই প্রদর্শনী। মেহেরুন রুনির ভাই নওশের রোমানদের বাড়িতেই এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে (ফ্ল্যাট বি ২-১, কালিন্দী, ৩৬ ইন্দিরা রোড, ঢাকা)। প্রদর্শনী চলবে শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সাগর রুনি হত্যার বিচার চেয়ে ১১ বছর ধরে আন্দোলন করছেন তাদের সহকর্মীরা। তবে কিছুতেই কিছু হয়নি।

এর আগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকারও চায় সাগর-রুনি হত্যার বিচার হোক। তদন্ত শেষ করতে সবাই সচেষ্ট বলেও দাবি করেন তিনি। বলেন, বিচার তো আমরা করতে পারবো না আমরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এ তদন্ত শেষ হোক।

সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ মার্চ।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »