ভোলা প্রতিনিধি: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে ভোলায় অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব ফরিদ আহাম্মদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধূরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক অধিদপ্তরের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন, বরিশাল পিটিআই সুপারিনটেনডেন্ট শিরিন শবনব, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, মান সম্মত শিক্ষা অর্জনে মায়েদের ভূমিকা অপরিসীম। তাই সন্তানদের প্রতি আরো বেশি যত্নবান হতে হবে। এছাড়াও শিক্ষক, অভিভাবক ও কমিটিকে সদস্যদের ভূমিকাও গুরুপূর্ন।
খুব শিগ্রই দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথা জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, সারাদেশে সহকারি শিক্ষা অফিসারের শূন্য পদ পূরন, শিক্ষকদের মৌলিক প্রশিক্ষনসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে।
অনুষ্ঠানে জেলা সাত উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারি শিক্ষক, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তাসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনজুর রহমান/ইবিটাইমস