পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, খেলা-ধুলা মানুষকে মাদক সক্ত ও সকল ধরনের অপরাধ থেকে দূরে রাখে। কেননা, খেলোয়াররা সাধারনত সাধা মনের মানুষ হয়ে থাকেন। আমাদের সন্তানকে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আন্তরিক করে গড়ে তুলতে হবে। তা হলে মানুষিক বিকাশ ঘটবে। সরকার দেশের খেলা-ধুলার সম্প্রসারনের জন্য কাজ করে যাচ্ছেন। আ’লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের ক্রিড়া জগত সম্প্রসারিত হয়। খেলোয়ারদের গড়ে তুলতে সরকার কাজ করেন। গত ১৪ বছরে বাংলাদেশের ক্রিড়া বিভাগের ব্যাপক প্রসার ঘটেছে। খেলা-ধুলার মাধ্যমে বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রæয়ারী) রাতে জেলার নাজিরপুরে ‘বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল বাশার ব্যাটমিন্টন টূর্নামেন্ট’এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে ওই দিন রাতে উপজেলা রিসোর্স সেন্টার প্রাঙ্গন মাঠে বন্ধনের উদ্যোগে বন্ধনের সভাপতি ও নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ১৬ দলীয় ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন মৎস্য মন্ত্রী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্র্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাক্তার সঞ্জীব দাশ, উপজেলা পরিষদের ভারপ্রপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ প্রমুখ। এতে দেশের বিভিন্ন জেলার ১৬টি দল অংশ নেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল বাশার ছিলেন জেলার নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহŸায়ক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের বড় ভাই। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তার নেতৃত্বে প্রথম বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে নাজিরপুরে মিছিল ও তার গ্রামের বাড়ি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাববন্ধন করেন। পরে তিনি দীর্ঘ দিন গ্রেফতারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস