অস্ট্রিয়ান উদ্ধারকর্মীরা শনিবার রাতে তুর্কি-সিরিয়ান সীমান্ত এলাকায় ধ্বংসস্তূপ থেকে ১১০ ঘন্টা পর একজন যুবতী মেয়েকে উদ্ধার করে
ইউরোপ ডেস্কঃ শনিবার (১১ ফেব্রুয়ারি) অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে,ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের হাতায় শহরে অস্ট্রিয়ান সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক Kronen Zeitung জানিয়েছে, শনিবার সন্ধ্যার কিছু পর অস্ট্রিয়ান উদ্ধারকারী দল(Rescue Team) তুরস্কের হাতায় শহরে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের ভিতর থেকে প্রায় ১১০ ঘন্টা পর একজন যুবতীকে জীবিত বের করে আনতে সক্ষম হয়। ফলে অস্ট্রিয়ান দল এই পর্যন্ত ৯ জনকে জীবিত এবং অসংখ্য মরদেহ ধ্বংসস্তূপের ভিতর থেকে বের করে আনে।
তুরস্কের হাতায় শহরে অস্ট্রিয়ার ক্যাম্প অস্ট্রিয়ার কমান্ডার”, মেজর বার্নহার্ড লিন্ডেনবার্গ অস্ট্রিয়ার উক্ত দৈনিকের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করতে পেরে আমরা অনেক আনন্দ অনুভব করছি। তিনি বলেন, মাঝে কিছু আবার নতুন আফটারশকের কারনে আমাদের কাজে কিছুটা বিঘ্ন ঘটেছিল।
তিনি আরও বলেন, তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত অনেক ভবনের নীচে এখনও অগণিত মানুষ আটকা পড়ে আছে। তবে তিনি আশঙ্কা করে বলেন, এখন বেঁচে থাকা মানুষের সংখ্যা খুবই কম। তবে ধ্বংসস্তূপের ভিতর থেকে আমরা মৃতদেহের তীব্র গন্ধ পাচ্ছি। তিনি বলেন হাতায় শহরটি এখন মৃতদের একটি শহরে পরিণত হয়েছে। স্থানীয়রা এটিকে মৃত শহর হিসাবে সংজ্ঞায়িত করেছেন,কারণ ধ্বংসস্তূপের নীচে এখন কেবল হাতে গোনা কয়েকজন বেঁচে থাকতে পারে।
হাতায় শহরের রাস্তায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো কিছু লাশ পড়ে থাকতে দেখা গেছে। তুর্কি কর্তৃপক্ষের নগরীতে নিহতদের মরদেহ শনাক্ত ও অনেক হাসপাতাল লাশে ভরে যাওয়ার ফলে সম্ভবত মরদেহ বহনে কিছুটা বিলম্ব হচ্ছে।
এখানে উল্লেখ্য যে,তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে ৭,৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তারপর দিনের বেলায় প্রায় একই ধরনের আরও দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ফলে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষতি সাধিত হয়।তুরস্ক আন্তর্জাতিক সাহায্যের আবেদন করলে অস্ট্রিয়া তড়িৎ অস্ট্রিয়ান সেনা সদস্যদের নিয়ে গঠিত ৮৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল পাঠায় এবং ৩ মিলিয়ন ইউরোর একটি সাহায্য প্যাকেজ ঘোষণা করে।
কবির আহমেদ/ইবিটাইমস