ভিয়েনা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে রংপুর মাদুরোকে উৎখাত করার পর কিউবায় তেল সরবরাহ বন্ধের হুমকি ট্রাম্পের ইরানে বিদেশি ‘হস্তক্ষেপের’ বিরোধিতা চীনের গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্র বেশি ক্ষমতাশালী : ইফতেখারুজ্জামান সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে নির্বাচনে : স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মির্জা ফখরুল টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান সিএনজির বেপরোয়া গতি : ভোলা-চরফ্যাশন সড়কে ঝরছে তাজা প্রাণ

কৃষি যান্ত্রিকীকরণ ব্যবস্থার আওতায় আসেনি ঝালকাঠি জেলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা কৃষি বিভাগ থেকে ভর্তুকি মূল্য কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে । এই সকল যন্ত্রপাতি মূল্যের ৫০ ভাগই সরকার ভুতকি দিচ্ছে। একসময় হাতে গোনা দু’একটি কোম্পানি কষি যন্ত্রপাতি উৎপাদন ও বিপনন করত। বর্তমানে কৃষি যান্ত্রিকীকরণ বৃদ্ধি পাওয়ায় এখন গত ৫ বছরের মধ্য একাধিক কোম্পানি কৃষি যন্ত্রপাতি বিক্রি করছে। এখন তৃণমূল পর্যায়ে লাঙল দিয়ে চাষাবাদ নাই বললেই চলে । সেই জায়গায় দখল করে নিয়েছে পাওয়ার টিলার।

জেলায় ২ হাজারের বেশি পাওয়ার টিলার রয়েছে । কিছু কিছু কৃষক নিজেরাই পাওয়ার টিলার কিনে জমি চাষের ক্ষেত্রে ভাড়ায় চালিত হচ্ছে । তবে কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে বরিশাল অঞ্চলের ঝালকাঠি জেলাতে পাওয়ার টিলার ও মারাই মেশিন ব্যাতিত কৃষি ক্ষেত্রে আধুনিকায়নের যুগের সূচনা হয়েছে কিন্তু স্থানীয়ভাবে সমস্যার কারণ যান্ত্রিকীকরণের যুগ অনুপ্রবশের ক্ষেত্রে বাধাগ্রস্থ হচ্ছে ।

কৃষি বিভাগের সূত্র জানা গেছে এ পর্যন্ত। কৃষি বিভাগ থেকে ৬ হাজার ১২১টি কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্য বিতরণ করা হয়েছে কিন্তু এই যন্ত্রগুলি আধুনিক কষি যান্ত্রিকীকরণের কৃষি সরঞ্জাম এখনো এই জেলায় কৃষকরা স্থানীয় কতিপয় সমস্যার কারণে ব্যবহার করছে না। ঝালকাঠি জেলায় ৪টি কম্বাইন হার্ভেস্টার, ৪টি মিনি হার্ভেষ্টার, ৬টি পাওয়ার রিপার, ১১৮৩টি পাওয়ার টিলার, ১টি মিনি ট্রাক্টর, ৬টি রাইস প্লাটার, ১০০টি সিডার, ১টি বেড প্লাটার, ৮১২টি থ্রেসার, ৫টি পাওয়ার স্প্রেয়ার, ৩২২৩টি স্প্রেয়ার, ৪টি কর্ণসেলার ও ৬৯৪টি ফিতা পাইপ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তাদর সূত্র জানা গেছে, যে সকল কারণ এই অঞ্চলের আধুনিক যান্ত্রিকীকরণ গড়ে উঠছে না তার মধ্য উলেখযোগ্য বিষয়গুলি হচ্ছে জমিগুলি ছোট ছোট আকারের খন্ডিত জমি এবং আইলের সংখ্যাও বেশি পাশাপাশি এই সকল ক্ষেত্রে একাধিক অংশিদারদের সংখ্যাও বেশি থাকায় সমবায় ভিত্তিক চাষাবাদ মতের অমিল থাকে। এই অঞ্চলে জমি চাষাবাদের জমি চারদিকে ছোট ছোট ডোবা নালা ও খাল বিদ্যমান থাকায় যন্ত্র সহজে পরিবহন করা যায় না। বিকল্পভাবে পরিবহন করা ক্ষেত্রে ব্যয়বহুল হওয়ায় চাষীদের মধ্যে চাষাবাদ যন্ত্রব্যবহারের আগ্রহ কম এবং সরকারও ছোট ছোট কালবার্ট করে চাষাবাদর এই জায়গাগুলি সুবিন্যস্ত করার পদক্ষেপ নিচ্ছে না। এই জেলার কৃষি জমি প্রধানত এঁটল প্রকৃতির হওয়ায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা ভাল না থাকায় জমি মাটি নরম থাকে। এই নরম মাটিত কম্বাইন হার্ভেষ্টার ও মিনি হার্ভেষ্টার মত মেশিনগুলি চলাচল করত পারে না বিধায় যান্ত্রিকীকরণের ক্ষেত্রে বড় বাধার সৃষ্টি হয়ে রয়েছে ।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

সিলেটকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে রংপুর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কৃষি যান্ত্রিকীকরণ ব্যবস্থার আওতায় আসেনি ঝালকাঠি জেলা

আপডেটের সময় ০৭:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা কৃষি বিভাগ থেকে ভর্তুকি মূল্য কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে । এই সকল যন্ত্রপাতি মূল্যের ৫০ ভাগই সরকার ভুতকি দিচ্ছে। একসময় হাতে গোনা দু’একটি কোম্পানি কষি যন্ত্রপাতি উৎপাদন ও বিপনন করত। বর্তমানে কৃষি যান্ত্রিকীকরণ বৃদ্ধি পাওয়ায় এখন গত ৫ বছরের মধ্য একাধিক কোম্পানি কৃষি যন্ত্রপাতি বিক্রি করছে। এখন তৃণমূল পর্যায়ে লাঙল দিয়ে চাষাবাদ নাই বললেই চলে । সেই জায়গায় দখল করে নিয়েছে পাওয়ার টিলার।

জেলায় ২ হাজারের বেশি পাওয়ার টিলার রয়েছে । কিছু কিছু কৃষক নিজেরাই পাওয়ার টিলার কিনে জমি চাষের ক্ষেত্রে ভাড়ায় চালিত হচ্ছে । তবে কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে বরিশাল অঞ্চলের ঝালকাঠি জেলাতে পাওয়ার টিলার ও মারাই মেশিন ব্যাতিত কৃষি ক্ষেত্রে আধুনিকায়নের যুগের সূচনা হয়েছে কিন্তু স্থানীয়ভাবে সমস্যার কারণ যান্ত্রিকীকরণের যুগ অনুপ্রবশের ক্ষেত্রে বাধাগ্রস্থ হচ্ছে ।

কৃষি বিভাগের সূত্র জানা গেছে এ পর্যন্ত। কৃষি বিভাগ থেকে ৬ হাজার ১২১টি কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্য বিতরণ করা হয়েছে কিন্তু এই যন্ত্রগুলি আধুনিক কষি যান্ত্রিকীকরণের কৃষি সরঞ্জাম এখনো এই জেলায় কৃষকরা স্থানীয় কতিপয় সমস্যার কারণে ব্যবহার করছে না। ঝালকাঠি জেলায় ৪টি কম্বাইন হার্ভেস্টার, ৪টি মিনি হার্ভেষ্টার, ৬টি পাওয়ার রিপার, ১১৮৩টি পাওয়ার টিলার, ১টি মিনি ট্রাক্টর, ৬টি রাইস প্লাটার, ১০০টি সিডার, ১টি বেড প্লাটার, ৮১২টি থ্রেসার, ৫টি পাওয়ার স্প্রেয়ার, ৩২২৩টি স্প্রেয়ার, ৪টি কর্ণসেলার ও ৬৯৪টি ফিতা পাইপ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তাদর সূত্র জানা গেছে, যে সকল কারণ এই অঞ্চলের আধুনিক যান্ত্রিকীকরণ গড়ে উঠছে না তার মধ্য উলেখযোগ্য বিষয়গুলি হচ্ছে জমিগুলি ছোট ছোট আকারের খন্ডিত জমি এবং আইলের সংখ্যাও বেশি পাশাপাশি এই সকল ক্ষেত্রে একাধিক অংশিদারদের সংখ্যাও বেশি থাকায় সমবায় ভিত্তিক চাষাবাদ মতের অমিল থাকে। এই অঞ্চলে জমি চাষাবাদের জমি চারদিকে ছোট ছোট ডোবা নালা ও খাল বিদ্যমান থাকায় যন্ত্র সহজে পরিবহন করা যায় না। বিকল্পভাবে পরিবহন করা ক্ষেত্রে ব্যয়বহুল হওয়ায় চাষীদের মধ্যে চাষাবাদ যন্ত্রব্যবহারের আগ্রহ কম এবং সরকারও ছোট ছোট কালবার্ট করে চাষাবাদর এই জায়গাগুলি সুবিন্যস্ত করার পদক্ষেপ নিচ্ছে না। এই জেলার কৃষি জমি প্রধানত এঁটল প্রকৃতির হওয়ায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা ভাল না থাকায় জমি মাটি নরম থাকে। এই নরম মাটিত কম্বাইন হার্ভেষ্টার ও মিনি হার্ভেষ্টার মত মেশিনগুলি চলাচল করত পারে না বিধায় যান্ত্রিকীকরণের ক্ষেত্রে বড় বাধার সৃষ্টি হয়ে রয়েছে ।

বাধন রায়/ইবিটাইমস