অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমানের উদ্যোগে আয়েবাপিসির বর্তমান কার্যকরী কমিটির অনেক নেতৃবৃন্দ এই অনুদানে শরীক হয়েছেন
ইউরোপ ডেস্ক থেকে কবির আহমেদঃ আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব আয়েবাপিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন এক বিবৃতিতে জানিয়েছেন, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত পরিবার ও ক্ষতিগ্রস্তদের সাহায্যে মানবিক দিক বিবেচনা করে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে। ইতিমধ্যেই আয়েবাপিসির প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমানের নেতৃত্বে তহবিল সংগ্রহ শুরু করা হয়েছে অস্ট্রিয়া থেকে।
আমরা আমাদের সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। কেউ আর্থিক সহায়তা করতে চাইলে আমাদের আয়েবাপিসি র প্রধান উপদেষ্টা
ও সম্মানিত সভাপতির সাথে যোগাযোগ করার অনুরোধ করছি ।
এখানে উল্লেখ্য যে,গত সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার এক প্রবল ভূমিকম্প আঘাত হানে। পরবর্তীতে উক্ত
এলাকায় ৭.৬ ও ৭.৫ মাত্রার আরও দুইটি বড় ভূমিকম্প ছাড়াও আরও কয়েক ডজন ছোট ছোট আফটারশক ভূমিকম্প সংগঠিত হয়।
এর ফলে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী বিস্তৃত এলাকা এক ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রচণ্ড ঠান্ডার মধ্যে জীবিতরা মানবেতর জীবন যাপন করছে।
তাছাড়াও ধ্বংসস্তূপের ভিতর থেকে পাল্লা দিয়ে লাশের পরিমাণ বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭ থেকে ১০ হাজার পর্যন্ত হতে পারে।
আর এই ভূমিকম্প অঞ্চলে প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইতিমধ্যেই ৩ মাসের জন্য
তুরস্কের ভূমিকম্প অঞ্চলকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করেছেন। ভূমিকম্পে সিরিয়ার চেয়ে তুরস্কের বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে বেশী।
তুরস্ক ও সিরিয়া ইতিমধ্যেই আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছেন। বাংলাদেশ ও অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উপদ্রুত এলাকায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
এমতাবস্থায় ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দও তুরস্ক ও সিরিয়ার এই প্রাকৃতিক বিপর্যয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক)/ইবিটাইমস