ঝালকাঠির সরকারি কলেজের একাডেমিক ভবন জেলার সর্বোচ্চ উঁচু ভবন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বাস্তবায়ন করা ১০তলা বিশিষ্ট ঝালকাঠি সরকারি কলেজের একাডেমিক ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি লিফটসহ আধুনিক সাজ-সজ্জায় সজ্জিত। বর্তমানে এটিই জেলার সবচেয়ে উচু ভবন।

জেলায় সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছ গণপূর্ত বিভাগের ৮তলা বিশিষ্ট চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালত। এটি আধুনিক করাসহ ১৪তলা বিশিষ্ট ভবনের জন্য ফাউন্ডশন করা হয়েছে। সেটি বাস্তবায়ন হলে ১৪ তলা হবে জেলার উচু ভবন।

ঝালকাঠি জেলায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজে এই তিনটি প্রতিষ্ঠানকেও ১০ তলা বিশিষ্ট ভবন উন্নীত  করার পরিকল্পনা রয়েছে বলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্র থেকে জানা গেছে ।

তবে এসব প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য জায়গা ও অর্থ সঙ্কট রয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »