চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি:ভোলার চরফ্যাসনের শশীভূষণ ব্যাটারী চালিত অটোবোরাকের চাপায় আশরাফুল(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রসুলপুর ইউনিয়নের কলমী ব্রিজ এলাকার সড়কে এদূর্ঘটনা ঘটে। নিহত শিশু আশরাফুল ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আশরাফুল বাড়ি থেকে খাবার কেনার জন্য কলমী ব্রিজ সংলগ্ন দোকানে আসেন। এসময় বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগতির ব্যাটারী চালিত অটোবোরাক শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, পুলিশ দূর্ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস