দুর্নীতি করতেই সরকার পাতাল মেট্রোরেল প্রকল্প করেছে : বুলু

ঢাকা প্রতিনিধি: দুর্নীতি করতেই সরকার পাতাল মেট্রোরেল প্রকল্প করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন।

বুলু বলেন, ‘দেশে চারিদিকে সংকট। আমদানি হচ্ছে ডলারের সংকট। এই সংকটের মধ্যে ২০ কিলোমিটার পাতাল রেলের জন্য ৫২ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে সরকার। লুটপাটের জন্য এই প্রকল্প করছে আওয়ামী সরকার। বলেন, ৫২ হাজার কোটি টাকার পাতাল রেলে রাষ্ট্রের কি উপকার হবে?’

বুলু আরও বলেন, ‘এই ৫২ হাজার কোটি টাকা কৃষকদের দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকা শ্রমিকদের দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকা দিয়ে মিল-কারখানা করেন। লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। আপনারা সেটা করবেন না। কারণ, এটা করলে আপনাদের লুটপাট হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘কুইক রেন্টাল, রেন্টাল বিদ্যুত প্রকল্পের নামে লাখ লাখ টাকা লুট করে আওয়ামী পরিবারের লোকেরা আজকে বিশ্ব ধনীদের খাতায় নাম লিখিয়েছেন বিদেশে।’

এই অবস্থা থেকে উত্তরণে আন্দোলনে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করে বুলু বলেন, ‘আন্দোলনেই এই সরকারকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে।’

ঢাকা/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »