ইবিটাইমস ডেস্ক: রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার জন্য একটি আলোচনা সভার আয়োজন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই আলোচনায় যোগ দিতে কিয়েভে পৌঁছেছেন ইউরোপীয় নেতারা। এরই মধ্যে কিয়েভের আকাশপথে হামলার সাইরেন বেজে ওঠে।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গোটা ইউক্রেনজুড়ে আকাশ পথে হামলার সাইরেন বেজে ওঠে। ইইউ নেতাদের কিয়েভে অবস্থান কালেই এমনটা ঘটেছে।
গত বছরের এই মাসেই ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। হামলার এক বছরের পূর্তিতে ইউক্রেনকে সমর্থন দিতে কিয়েভে গিয়েছেন ইইউ কমিশনের প্রধান নির্বাহী ও ইইউভুক্ত ২৭ দেশের নেতারা। আকাশপথে হামলার সাইরেন বাজলেও এখনও কোথাও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইইউ ব্লকে যোগ দিতে গত বছর থেকে তৎপরতা দেখাচ্ছে কিয়েভ। তবে, কিয়েভের আবেদন নিয়ে বিব্রত ইইউ। ইউরোপীয় ব্লকে যোগ দেওয়ার জন্য কয়েকটি শর্ত দিয়েছে কমিশন। তাদের শর্তের মধ্যে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা। এই শর্ত পূরণে ইউক্রেনের কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
ডেস্ক/ইবিটাইমস/আরএস