ঝিনাইদহ প্রতিনিধিঃ খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে ঝিনাইদহে জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপি’র কার্যালয়ে এ সভার আয়োজন করে জেলা যুবদল। এতে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড, এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামন মনা, যুবদলের সভাপতি আহসান হাবিব রনকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তার বলেন, দলের চেয়ে দেশ বড় দেশের স্বার্থে এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে আগামী দিনে সকলকে রাজপথে থেকে সংগ্রাম করতে হবে । সেই সাথে আগামী ৪ ফেব্রæয়ারী খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সকলকে যোগদান করার আহবান জানান।
মতবিনিময় শেষে বিএনপি’র নেতৃবৃন্দ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খুলনা সমাবেশে যোগদান ও ১০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।
শেখ ইমন/ইবিটাইমস