পর্তুগাল প্রতিনিধিঃ পর্তুগালে শিক্ষকদের বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে প্রতি সপ্তাহেই রাস্তায় নামছেন শিক্ষকরা। দাবি আদায়ে আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন তারা।
বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে গত ডিসেম্বর থেকেই আন্দোলন করে আসছেন দেশটির শিক্ষকরা। বছরের শুরুর দিকে বিক্ষোভের জন্য ছুটির দিনটি বেছে নিলেও গেল কয়েক দিন থেকে ক্লাস বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
টানা ধর্মঘটেও সরকারের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না মেলায় ক্ষুব্ধ শিক্ষকরা। শনিবারের (২৮ জানুয়ারি) বিক্ষোভে অন্যান্য পেশার কর্মজীবীদের সঙ্গে নিজেদের বৈষম্যের বিষয়টি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষকরা।
ইউনিয়ন অব অল এডুকেশন প্রফেশনালস-এর ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা আসে শনিবারের বিক্ষোভ থেকে। কমপক্ষে ১২০ থেকে ১৫০ ইউরো বেতন বাড়ানো না হলে চলমান ধর্মঘট অব্যাহত রাখার কথাও জানান বিক্ষোভকারীরা।
এদিকে, শিক্ষকদের আন্দোলন দীর্ঘ হলে পর্তুগালের শিক্ষাব্যবস্থায় অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। সেই সঙ্গে সরকারের জন্যও পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলে মনে করেন তারা।
ডেস্ক/এসআর