ঢাকা প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রা নয় মরন যাত্রা শুরু হয়ে গেছে।
শনিবার রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচি এদেশে আর কোনদিনও সফল হবে না। জানান, নির্বাচনের জয় কিংবা পরাজয় আল্লাহর ইচ্ছাতেই হয়, তাই এ নিয়ে মোটেও চিন্তিত নয় আওয়ামী লীগ।
জোর করে ক্ষমতায় থাকার দল আওয়ামী লীগ নয় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জনগণ না চাইলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে বিদায় নেবে আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব কে অতিরিক্ত কথার পরিবর্তে কাজে মন দেয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ষড়যন্ত্র করে কোনদিন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো যাবে না। জানান রাজপথে বিএনপিকে জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।
ঢাকা/ইবিটাইমস/এসআর