আয়েবাপিসির ঈদ পুনর্মিলনী ইতালির ভেনিসে

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব আয়েবাপিসির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রোজার পর ২৯ শে এপ্রিল শনিবার ইতালির সমৃদ্ধ নগরী ভেনিসে

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (আয়েবাপিসি) নেতৃবৃন্দ প্রায় তিন ঘণ্টার এক ভার্চুয়াল বৈঠক সম্পন্ন করেছে। এই দীর্ঘ বৈঠকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ পারস্পরিক কূশলাদি বিনিময় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

সভাপতি হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ।

অনুষ্ঠানের সঞ্চালক আয়েবাপিসির সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন নেতৃবৃন্দকে ইতালির পর্যটন সমৃদ্ধ নগরী ভেনিসে পবিত্র ঈদুল ফিতরের পরে ২৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আমন্ত্রণ জানান। উপস্থিত নেতৃবৃন্দের অনেকে পর্তুগাল বা গ্রিসের কথা বললেও পরবর্তীতে ভেনিসের পক্ষেই সবাই সম্মতি দেন।

এই ভার্চুয়াল বৈঠকে আয়েবাপিসির নেতৃবৃন্দ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মধ্যে অন্যতম আসন্ন পবিত্র রমজান মাসে ইউরোপের বিভিন্ন দেশে আয়েবাপিসির ব্যানারে রোযাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা।

তাছাড়াও ২১ শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবসে বিভিন্ন দেশে আয়েবাপিসির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভার্চুয়াল বৈঠক এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশ করা ইত্যাদি।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভার্চুয়াল বৈঠকের জন্য বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে একাধিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশিষ্ট ব্যক্তিদের নিমন্ত্রণের জন্য একটি উপ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আয়েবাপিসির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আরও থাকছেন সিনিয়র সহ সভাপতি এনায়েত হোসেন সোহেল, সহ সভাপতি শাহীন খলিল কাউসার, দফতর সম্পাদক আল আমিন হোসেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও আয়েবাপিসির আজীবন সদস্য মনিরুজ্জামান মনির প্রমুখ।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের স্মরণিকা প্রকাশের জন্য আয়েবাপিসির সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানাকে আহবায়ক করে একটি উপ কমিটি গঠন করা হয়েছে। আয়েবাপিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন পরবর্তীতে সকলের সাথে আলোচনার পর আরও বিস্তারিত জানাবেন।

অনুষ্ঠানে সভাপতি হাবিবুর রহমান হেলাল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন ছাড়াও আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান, সিনিয়র সহ সভাপতি এনায়েত হোসেন সোহেল,সহ সভাপতি মো: জিয়াউর রহমান খান সোহেল ,সহ সভাপতি মেছবাহ উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য মনিরুজ্জামান মনির,যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুন। আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ডালিম, শাহ সুহেল আহমদ,সজিব আল হোসেন,দফতর সম্পাদক আল আমিন হোসেন,সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ,  সন্মানিত সদস্য জহিরুল ইসলাম এবং সন্মানিত সদস্য মোহাম্মদ তাহির হোসেন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »