স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিচার বিভাগ : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সবক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। তাই ১০ দফা দাবি আদায়ের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বলেন, দেশের মানুষ জেগে উঠেছে, এই অনির্বাচিত সরকারের পতন ঘটানোর যুগপৎ আন্দোলনে শরিক হচ্ছেন।’

শনিবার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এখন আবারও বিভক্তির রাজনীতির মাধ্যমে একদলীয় শাসন কায়েম করতে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সরকার।’

আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম দেখে বিএনপির জ্বালা ধরে যায় প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এত মিথ্যা, মিথ্যা কথা, এত মিথ্যাচার করেন। সরকারের কথার উত্তর দিতে আমাদের রুচিতে বাধে।’

জিয়াউর রহমানকে একজন ক্ষণজন্মা নেতা দাবি করে ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। হতাশাগস্ত জাতিকে জেগে উঠতে সফলতার স্বপ্ন দেখিয়েছেন। আজকে দেশের যতটুকু অর্থনৈতিক অর্জন তার শুরু তিনিই করেছেন।’

এসময় কারাগারে আটক সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি এবং আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।

ঢাকা/ ইবিটাইমস/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »