স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ছুটি শেষে ফ্রান্সে নিজের ক্লাব পিএসজিতে ফিরেছেন। কিন্তু এবারের ফেরা অন্যরকম। মেসি এখন বিশ্বজয়ী। সর্বকালের সেরার ছোট তালিকায় নামটি সবার ওপরে। ফরাসি ক্লাব পিএসজিতে দলের সবচেয়ে বড় তারকার ফেরাকে স্মরণীয় করে রাখল ক্লাব সতীর্থরা।
মেসির ফেরা নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে পিএসজি। তাতে দেখা যায় কালো টি-শার্ট, প্যান্ট, গায়ে ছাই রঙা জ্যাকেট পরে গাড়ি থেকে নামলেন মেসি। যারা ছিলেন সামনে সবার সঙ্গে হাসিমুখে হাত মেলালেন তিনি। এগিয়ে গেলেন পার্ক দে প্রিন্সেসের অন্দরমহলে। মেসি যখন মাঠে যান, সতীর্থরা দু’পাশ থেকে গার্ড অব অনার দেন তাকে। সবার পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। বন্ধু নেইমারের সঙ্গে খুঁনসুটিতে মাততে দেখা যায় মেসিকে।
ডেস্ক/ইবিটাইমস/আরএস