অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সীরাতুন্নবী সা: ওয়াজ মাহফিল অনুষ্ঠানে অস্ট্রিয়ায় বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন
ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ রবিবার (২৩ অক্টোবর) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সীরাতুন্নবী সা: মাহফিলেে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃটেনের দ্য অ্যাসেক্স জামে মসজিদ ও একাডেমির খতিব এবং বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ ড. মাহমুদুল হাসান আল আজহারী।
সীরাতুন্নবী সা: মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ইমাম শায়খ আবদুর সাত্তার। অনুষ্ঠানের শুরুতেই একটি সুন্দর ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ মুশাহিদুল ইসলাম। আর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যের পূর্বে বিভিন্ন বক্তার বক্তব্যের ফাঁকে ফাঁকে ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন রেনেসাঁ সাংস্কৃতিক সংসদ অস্ট্রিয়া।
তারপর অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরামের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনটির বাইতুল মাল বা অর্থ বিষয়ক সম্পাদক
মোশাররফ হোসেন এবং কার্যকরী কমিটির অন্যতম সদস্য আবু সাইয়েদ। এই সীরাতুন্নবী সা: মাহফিলের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল বিভিন্ন ইসলামিক বই সমৃদ্ধ একটি বুক স্টল। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির কোন অনুষ্ঠানে এই প্রথম বুক স্টলের ব্যবস্থা করা হয়েছে। সিরাত মাহফিলেে আগত অনেককেই বুক স্টল থেকে বই কিনতে দেখা গেছে।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সন্মানিত ইমামদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শায়খ সায়েদুর রহমান আল আজহারী ও ড.ফারুক আল মাদানী। সিরাত
মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম
অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ মাহবুবুর রহমান,পত্রিকাটির অস্ট্রিয়া
ব্যুরো চীফ কবির আহমেদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মাহবুবুল ইসলাম ও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি মামুন হাসান প্রমুখ।
সীরাতুন্নবী সা: ওয়াজ মাহফিলেের প্রধান অতিথি শায়খ ড.মাহমুদুল হাসান আল আজহারী তাঁর প্রায় দেড় ঘন্টার বক্তব্যে তিনি ইসলামের নবী ও রাসূল মোহাম্মদ সা: মক্কা ও মদিনা জীবনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে রাসূল মোহাম্মদ সা: এর সাহাবীগণ (রা:) তাদের জীবনের ওপর রাসূল মোহাম্মদ সা: এর জীবনকে যে অত্যাধিক গুরুত্ব দিতেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
তিনি ইউরোপে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রাসূল মোহাম্মদ সা: এর জীবনের অনুসরণের ওপরে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি অস্ট্রিয়া সহ সমগ্র বিশ্বের প্রবাসীদের প্রাত্যহিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার আহবান জানান। তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সন্তানরা আপনাদের অনুসরণ করে থাকে। কাজেই যদি আপনাদের প্রতিদিনের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন,তাহলে তার প্রভাব আপনাদের সন্তানদের ওপরেও একটা বিশেষ পড়বে।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির উদীয়মান তরুণ রিয়াজুল মোহাম্মদ রেজা প্রধান অতিথি শায়খ ড.মাহমুদুল হাসান আল আজহারীর ওয়াজের মূল বক্তব্য জার্মানি ভাষায় সংক্ষিপ্ত অনুবাদ করে শুনান। প্রধান অতিথি শায়খ ড.মাহমুদুল হাসান আল আজহারী মাগরিব নামাজের বিরতির পর উপস্থিত
শ্রোতাদের লিখিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের সঞ্চালক শায়খ আবদুস সাত্তার অনুষ্ঠানের শেষ পর্যায়ে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত সীরাতুন্নবী সা: এর ওপর অনুষ্ঠিত সিরাত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন। প্রধান অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের একেবারে শেষে অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরামের পক্ষ থেকে সীরাতুন্নবী সা: ২০২২ উপস্থিত সকলকে রাতের
খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়। তাছাড়াও সংগঠনটির পক্ষ থেকে সারাক্ষণ অডিটোরিয়ামের ক্যান্টিনে চা-কফির ব্যবস্থা ছিল।
কবির আহমেদ/ইবিটাইমস