লোডশেডিংয়ে সরকারের আসল চেহারা বেরিয়ে আসছে : রিজভী

নির্বাচন সামনে রেখে আ.লীগের পোষ্য বিশিষ্টজন’রা সক্রিয় হয়ে উঠেছে: রিজভী

ঢাকা প্রতিনিধি: বিদ্যুতের লোডশেডিংয়ের ‘কঙ্কাল’ এখন ‘জীবন্ত হয়ে নৌকার ওপরে নাচানাচি’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  রোববার (৯ অক্টোবর) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রাজধানীতে লোডশেডিং পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আজকে আমি যখন বাসা থেকে আসছিলাম তখন মোহাম্মদপুর, ধানমণ্ডি সবখানে লোডশেডিং চলছে। ভয়াবহ লোডশেডিং চলছে। সরকার বলেছে যে, লোডশেডিং না কি জাদুঘরে নিয়ে গেছে। কিন্তু জাদুঘরে থাকা লোডশেডিংয়ের কঙ্কাল জীবন্ত হয়ে এখন নৌকার ওপর নাচানাচি করছে। এ বিষয়টা নিশ্চয়ই আপনারা এখন দেখছেন।’

উন্নয়ন কর্মকাণ্ড জবাবদিহিতার মধ্যে না থাকলে এমন পরিস্থিতি তৈরি হয় মন্তব্য করে রিজভীর অভিযোগ, সরকারের মূল টার্গেট ছিল জনগণের টাকাটা মেরে দেবে, লোপাট করবে এবং নিজেদের লোকগুলো নিজেদের কোম্পানিগুলোকে তারা লাভবান করাবে। এ কারণেই তারা বিদ্যুৎ খাতে দুর্নীতি করার জন্য ইনডেমনিটি দিয়েছে আইন করে। এ আইন করার মধ্য দিয়ে বোঝা যায় যে, তারা এটাতে লুটপাট করবে, তারা চুরি করবে। সেটার কারণেই আজকে বিদ্যুতের চেহারাটা বেরিয়ে এসেছে লোডশেডিংয়ের মধ্য দিয়ে।

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রিজভী বলেন, একেবারে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং তারা নির্বাচন কমিশন করবেন তার অধীনেই বিএনপি নির্বাচন করবে। দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণের আগ্রহ বা ইচ্ছা সেরকম নির্বাচন। তা না হলে সঠিক, স্বচ্ছ, অংশগ্রহমূলক নির্বাচন হবে না।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »