ভিয়েনা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এই সরকারকে আর সময় দেওয়া যায় না : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • ১২ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা পখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারকে আর কোনো সময় দেয়া যায় না। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে মুক্ত করতে অনেক রক্ত দিয়েছেন, আরও রক্ত দেবেন। দলের তরুণ-যুবকেরা জেগে উঠেছে।

বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‍্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন ফখরুল। বিকেল ৩টা ৫০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি কাকরাইল মোড় হয়ে আরামবাগ হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সারা দেশে পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, মুন্সীগঞ্জ জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান এবং বেনাপোল পৌর সভার ৩৭ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. আব্দুল আলিমের স্মরণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে আর কোন সময় দেওয়া যায় না। এই সরকার জাতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। সেজন্য এদেশের মানুষ জেগে উঠেছে। জেগে উঠেছে আমাদের তরুণ-যুবকেরা। আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। পিছনে ফিরব না।’

ফখরুল বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব, পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা প্রদান করতে হবে এবং সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নতুন সংসদ গঠন করে নতুন সরকার গঠন করা হবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এই সরকারকে আর সময় দেওয়া যায় না : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

ঢাকা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা পখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারকে আর কোনো সময় দেয়া যায় না। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে মুক্ত করতে অনেক রক্ত দিয়েছেন, আরও রক্ত দেবেন। দলের তরুণ-যুবকেরা জেগে উঠেছে।

বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‍্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন ফখরুল। বিকেল ৩টা ৫০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি কাকরাইল মোড় হয়ে আরামবাগ হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সারা দেশে পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, মুন্সীগঞ্জ জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান এবং বেনাপোল পৌর সভার ৩৭ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. আব্দুল আলিমের স্মরণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে আর কোন সময় দেওয়া যায় না। এই সরকার জাতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। সেজন্য এদেশের মানুষ জেগে উঠেছে। জেগে উঠেছে আমাদের তরুণ-যুবকেরা। আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। পিছনে ফিরব না।’

ফখরুল বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব, পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা প্রদান করতে হবে এবং সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নতুন সংসদ গঠন করে নতুন সরকার গঠন করা হবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ