ঢাকা প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট ডাকাতের সর্দার আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোট ডাকাতি করতে পারবে না বলেই বিএনপি ইভিএম চায় না। আর দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করে ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।
আওয়ামী লীগ কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর হাজারীবাগে।
এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগামী নির্বাচন প্রতিহত করতে আসলে সারা বাংলাদেশের জনগণ প্রতিরোধের আগুন জ্বালিয়ে দেবে। বিএনপি ভোট ডাকাতি করতে চায় বলেই ইভিএম চায়না বলেও মন্তব্য করেন কাদের।
সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনা ধৈর্য ধরতে বলেছেন বলেই বিএনপির উস্কানিমূলক কর্মকান্ড সহ্য করে যাচ্ছে আওয়ামী লীগ। আবার লাঠিসোটি নিয়ে বের হলে সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান নানক।
বিএনপি যতোই আন্দোলন করুক, তত্ত্বাবধায়ক ব্যবস্থা আর ফিরে আসবে না বলেও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ নেতারা।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ