ভিয়েনা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ ভিয়েনায় মার্সিডিজ গাড়ি পুড়ে ছাই ওয়াশিংটনে যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প

দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ১৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। তাই এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশন টাইগ্রেসদের। আর সেখানে দুর্দান্ত শুরু করেছে জ্যোতি-ফারজানারা। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলের দাপটে থাইল্যান্ডের মেয়েদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে এদিন টস জিতে ব্যাট করতে নামা থাইল্যান্ডকে ১০০ রানও করতে দেয়নি বাংলাদেশ। দাপুটে বোলিংয়ে থামিয়ে দিয়েছে মাত্র ৮২ রানে।

আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। এরপর শুধু হতাশাই দেখে সফরকারীরা। বোলিং দিয়ে থাইল্যান্ডকে চেপে ধরেন রুমানা-নাহিদারা।

বোলিংয়ে সবাই দুর্দান্ত করেছেন। তিন ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। সমান ১১ রান দিয়ে দুটি করে নিয়েছেন নাহিদা ও সানজিদা। সোহেলিও নিয়েছেন ১৮ রানে দুটি উইকেট। সালমা খাতুন নিয়েছেন একটি।

থাইল্যান্ড মেয়েদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন পান্নিতা মায়া। ২২ বলে এই রান করেন তিনি। নাত্তাকান করেন ২০ রান ও সর্নারিন করেন ১০ রান। এ ছাড়া দুই অঙ্কের ঘর কেউ ছুঁতে পারেননি।

জবাব দিতে নেমে ৫০ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার শামিমা সুলতানা। তাঁর এই রানের মধ্যে ছিল ১০টি বাউন্ডারি। এ ছাড়াও ২৬ রান করেছেন আরেক ওপেনার ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানা করেছেন ১০ রান।

সংক্ষিপ্ত স্কোর :

থাইল্যান্ড নারী ক্রিকেট দল : ১৯.৪ ওভারে ৮২/১০

বাংলাদেশ নারী ক্রিকেট দল : ১১.৪ ওভারে ৮৮/১

ফল : ৯ উইকেটে জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আপডেটের সময় ০৫:৩৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক: টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। তাই এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশন টাইগ্রেসদের। আর সেখানে দুর্দান্ত শুরু করেছে জ্যোতি-ফারজানারা। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলের দাপটে থাইল্যান্ডের মেয়েদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে এদিন টস জিতে ব্যাট করতে নামা থাইল্যান্ডকে ১০০ রানও করতে দেয়নি বাংলাদেশ। দাপুটে বোলিংয়ে থামিয়ে দিয়েছে মাত্র ৮২ রানে।

আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। এরপর শুধু হতাশাই দেখে সফরকারীরা। বোলিং দিয়ে থাইল্যান্ডকে চেপে ধরেন রুমানা-নাহিদারা।

বোলিংয়ে সবাই দুর্দান্ত করেছেন। তিন ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। সমান ১১ রান দিয়ে দুটি করে নিয়েছেন নাহিদা ও সানজিদা। সোহেলিও নিয়েছেন ১৮ রানে দুটি উইকেট। সালমা খাতুন নিয়েছেন একটি।

থাইল্যান্ড মেয়েদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন পান্নিতা মায়া। ২২ বলে এই রান করেন তিনি। নাত্তাকান করেন ২০ রান ও সর্নারিন করেন ১০ রান। এ ছাড়া দুই অঙ্কের ঘর কেউ ছুঁতে পারেননি।

জবাব দিতে নেমে ৫০ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার শামিমা সুলতানা। তাঁর এই রানের মধ্যে ছিল ১০টি বাউন্ডারি। এ ছাড়াও ২৬ রান করেছেন আরেক ওপেনার ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানা করেছেন ১০ রান।

সংক্ষিপ্ত স্কোর :

থাইল্যান্ড নারী ক্রিকেট দল : ১৯.৪ ওভারে ৮২/১০

বাংলাদেশ নারী ক্রিকেট দল : ১১.৪ ওভারে ৮৮/১

ফল : ৯ উইকেটে জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ