ভিয়েনা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গণতান্ত্রিক ধারা আছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:১২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ১৭ সময় দেখুন

যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ ২০০৯ সাল থেকে ধারাবাহিক গণতান্ত্রিক ধারা আছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে-বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ওয়াশিংটন ডিসিতে এক আয়োজনে তিনি বলেন,  যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে তারাই আবার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে।

শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ, রাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু লোক অপকর্ম করার পর পালিয়েছে, তারা প্রতিদিন দেশের বিরুদ্ধে যা খুশি তা বলছে, এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাতদিন খেটে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছে, আর পলাতক, যুদ্ধাপরাধীর বংশধরের কাজ হচ্ছে কীভাবে দেশের ক্ষতি করবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে তারাই আবার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে। তাদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার কথাও জানান শেখ হাসিনা।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে হত্যা, গুম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দায়মুক্তির সংস্কৃতির রাজনীতির সূচনা করেছিলেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণতান্ত্রিক ধারা আছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৫:২০:১২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ ২০০৯ সাল থেকে ধারাবাহিক গণতান্ত্রিক ধারা আছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে-বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ওয়াশিংটন ডিসিতে এক আয়োজনে তিনি বলেন,  যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে তারাই আবার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে।

শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ, রাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু লোক অপকর্ম করার পর পালিয়েছে, তারা প্রতিদিন দেশের বিরুদ্ধে যা খুশি তা বলছে, এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাতদিন খেটে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছে, আর পলাতক, যুদ্ধাপরাধীর বংশধরের কাজ হচ্ছে কীভাবে দেশের ক্ষতি করবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে তারাই আবার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে। তাদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার কথাও জানান শেখ হাসিনা।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে হত্যা, গুম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দায়মুক্তির সংস্কৃতির রাজনীতির সূচনা করেছিলেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ