ভিয়েনা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে : মির্জা ফখরুল লালমোহনে পুকুর থেকে পরিচ্ছন্নকর্মীর লাশ উদ্ধার পুলিশের ওপর দোষ চাপানোয় শেখ হাসিনার সমালোচনায় সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ২৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাওয়ার লক্ষ্য পূরণে সফল বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের মেয়েদের উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে পা রাখল নিগার সুলতানার দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আইরিশদের ৭ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হারলেও বিশ্বকাপের টিকেট পেয়েছেও আইরিশরাও। বাছাইপর্বের রানার্সআপ হয়ে মূল পর্বের টিকেট পেয়েছে আইরিশ মেয়েরা।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ নারী দল। এই রান তুলতে বড় ভূমিকা ছিল ফারজানা হকের। দলের হয়ে তিনি একাই খেলেছেন ৬১(৫৫) রানের ইনিংস। ফারজানার লড়াকু ইনিংস আর রোমানার ২১ রানের ইনিংসে ভর করে ১২০ রানের পুঁজি পায় বাংলাদেশ।

এই রান তাড়া করতে নেমে ১১৩ রানে থামে আয়ারল্যান্ড। ব্যাট হাতে ২১ রান করা রোমানা বল হাতেও দারুণ ভূমিকা রাখেন। নিজের কোটার ৪ ওভার বোলিং করে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া দুটি করে নেন সানজিদা, নাহিদা ও সোহেলি। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল।

ব্যাট হাতে আয়ারল্যান্ডের আরলিনে কেলি অপরাজিত ২৮ রান করেন। এ ছাড়া ম্যারি ওয়ার্ল্ডন ১৯, এইমেয়ার রিচার্ডসন ১৮, কারা মারি ১৩ ও অধিনায়ক লরা ডিলানি ১২ রান করেন।

এর আগে ২০১৮ ও ২০১৯ সালে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলেছিল বাংলার মেয়েরা। এবারও তাই হলো। এবার মূল পর্বে মেয়েদের আলো ছড়ানোর অপেক্ষা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

আপডেটের সময় ০৬:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাওয়ার লক্ষ্য পূরণে সফল বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের মেয়েদের উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে পা রাখল নিগার সুলতানার দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আইরিশদের ৭ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হারলেও বিশ্বকাপের টিকেট পেয়েছেও আইরিশরাও। বাছাইপর্বের রানার্সআপ হয়ে মূল পর্বের টিকেট পেয়েছে আইরিশ মেয়েরা।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ নারী দল। এই রান তুলতে বড় ভূমিকা ছিল ফারজানা হকের। দলের হয়ে তিনি একাই খেলেছেন ৬১(৫৫) রানের ইনিংস। ফারজানার লড়াকু ইনিংস আর রোমানার ২১ রানের ইনিংসে ভর করে ১২০ রানের পুঁজি পায় বাংলাদেশ।

এই রান তাড়া করতে নেমে ১১৩ রানে থামে আয়ারল্যান্ড। ব্যাট হাতে ২১ রান করা রোমানা বল হাতেও দারুণ ভূমিকা রাখেন। নিজের কোটার ৪ ওভার বোলিং করে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া দুটি করে নেন সানজিদা, নাহিদা ও সোহেলি। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল।

ব্যাট হাতে আয়ারল্যান্ডের আরলিনে কেলি অপরাজিত ২৮ রান করেন। এ ছাড়া ম্যারি ওয়ার্ল্ডন ১৯, এইমেয়ার রিচার্ডসন ১৮, কারা মারি ১৩ ও অধিনায়ক লরা ডিলানি ১২ রান করেন।

এর আগে ২০১৮ ও ২০১৯ সালে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলেছিল বাংলার মেয়েরা। এবারও তাই হলো। এবার মূল পর্বে মেয়েদের আলো ছড়ানোর অপেক্ষা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ