পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা এড. হাফিজুর রহমান হাফিজ।
বুধবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় তার সাথে পটুয়াখালী পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর এবং তার শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে এড. হাফিজুর রহমান বলেন, ‘আমি ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। জেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে বিজয়ী হলে জেলা পরিষদের সেবা কে তৃনমূল পর্যায়ে পৌঁছে দিব। জেলা পরিষদে চেয়ারম্যান মেম্বার, মেয়র সহ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়াম্যানদের যোগ্য সন্মান নিশ্চিত করবো। পাশাপাশি জেলা পরিষদ হবে সকল শ্রেণী পেশার মানুষের মিলন কেন্দ্র।
এদিকে মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত পটুয়াখালী পৌরসভার দুই নং ওয়ার্ড এর কাউন্সিলর এস এম ফারুক বলেন, ‘জেলা পরিষদের নির্বাচনে ভোটের মাধ্যমেই নির্বাচিত জনপ্রতিনিধিদের চেয়ারে বসা উচিৎ,এতে করে নাগরিকদের প্রতি দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা সৃষ্টি হয়। ‘
পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। আমরা শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন করবো। ‘
আব্দুস সালাম আরিফ/ ইবিটাইমস