সাংঘর্ষিক রাজনীতি উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করে : তথ্যমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংঘর্ষিক রাজনীতি দেশের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করে, যা বিএনপি করছে। তা ছাড়া বিএনপি সব কিছুতেই না বলে অভিযোগ করে বলেন, এই না বলার রাজনীতির অবসান হওয়া প্রয়োজন।

মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব ফখরুল সাহেব আজ বলেছেন যে, সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনে নামবেন। কয়দিন আগে তিনিই বলেছেন, তারা আন্দোলনে আছেন, আবার এখন বলছেন নামবেন। এখন কোনটা সঠিক সেটা বোঝা মুশকিল।’  তথ্যমন্ত্রী আরও বলেন, ‘গত সাড়ে ১৩ বছর ধরে আমরা শুনছি, তারা আন্দোলনে নামবেন। আর তাদের আন্দোলন মানে পেট্রোল বোমা নিক্ষেপ করা, গাড়িঘোড়া ভাঙচুর, নিজেরা নিজেরা মারামারি করা, পুলিশের ওপর হামলা করা। এবার যদি এগুলো করা হয়, তাহলে জনগণ তাদের প্রতিহত করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির সবকিছুতেই না বলার যে রাজনীতি, সেটি অবসান হওয়া প্রয়োজন। যেখানে না বলা দরকার অবশ্যই সেখানে না বলবে। কিন্তু, সবকিছুতেই না বলা আর সবসময় সাংঘর্ষিক রাজনীতি করা দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করে, যেটি বিএনপি করছে। আমি আশা করব, সাংঘর্ষিক রাজনীতি আর না বলার রাজনীতি থেকে বিএনপি নিজেকে মুক্ত করবে।’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী ও প্রেস কাউন্সিলের সদস্য এবং দৈনিক প্রভাতের সম্পাদক মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক এবং সচিব মো. শাহ আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ শাহ জালাল, সাধারণ সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জু প্রমুখ সভায় বক্তব্য দেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »