ভিয়েনা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়ায় ঘূর্ণিঝড়ে ৫ জনের মৃত্যু,আহত ১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ১৮ সময় দেখুন

ঘূর্ণিঝড়ের কারনে অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য Steiermark, Kärnten ও পশ্চিমের Tirol রাজ্যের Osttirol এ সাময়িক রেল যোগাযোগ স্থগিত রেখেছে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB)

ব্যুরো চীফ, অষ্ট্রিয়াঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ সহ সকল জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) অস্ট্রিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ১৩৯ কিলোমিটার বেগে এক ঘূর্ণিঝড় বয়ে গেছে। এই আকস্মিক ঝড়ে পাঁচজনের মৃত্যু ও ১৫ জনের মত আহত হওয়া ছাড়াও সয়-সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

অস্ট্রিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকার কাছে উৎপত্তি এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় ১৩০ থেকে সর্বোচ্চ ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে উত্তর ইতালি,ক্রোয়েশিয়ার কিছু অংশে এবং অস্ট্রিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে। গতকাল ইতালির স্থানীয় সময় সকালে ঝড়টি প্রথমে আঘাত হানতে শুরু করে। প্রথমে তাসকানি এবং পড়ে উত্তর ইতালির উপর আছড়ে পড়ে।  বিকেল ৩.৩০ নাগাদ শেষ পর্যন্ত লাভন্তালের সেন্ট আন্দ্রে পৌঁছে। আর সন্ধ্যার কিছু পূর্বে অস্ট্রিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আঘাত হানে।

অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দক্ষিণের রাজ্য Kärnten এ যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানে,তখন অনেকেই লেকে গোসল করছিল এবং শিশুরা লেকের পাশে গাছের নীচে খেলা করছিল। ঘূর্ণিঝড়ে একটি বিশাল আকৃতির গাছ ভেঙ্গে পড়লে ৪ ও ৮ বছরের দুইটি মেয়ে শিশু গাছের চাপায় নিহত হয়।

একজন প্রত্যক্ষদর্শী অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমকে জানায় মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই সব ওলট-পালট হয়ে যায়। আকস্মিক একটি প্রচণ্ড দমকা হাওয়া লেকের ওপর আছড়ে পড়লে গাছটি ভেঙ্গে শিশুদের ওপর পড়লে তারা সাথে সাথেই গাছের নীচে পড়ে মারা যায়। অবশ্য তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হলে উপস্থিত জরুরী চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘূর্ণিঝড়টি পরবর্তীতে অস্ট্রিয়ার দক্ষিণ দ্রুত উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে দক্ষিণের Steiermark এবং NÖ রাজ্যের দক্ষিণের জেলা মোস্টভিয়েরটেল অতিক্রম করে। সেখানেই পরবর্তী আরও তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এপিএ জানায়,NÖ রাজ্যের শেইবস জেলার গেমিং-এর কাছে ঝড়ে একদল সৌখিন সাইকেল চালক দলের ওপর রাস্তার পাশের বিশাল আকৃতির গাছ ভেঙ্গে পড়লে তিন জন মহিলার মৃত্যু হয়।

এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার একজন আবহাওয়াবিদ জানিয়েছেন,”আমরা আজ সেখানে যা অনুভব করেছি তা সাম্প্রতিক দশকের সবচেয়ে হিংসাত্মক ঝড়ের ফ্রন্টগুলির মধ্যে অন্যতম একটি!” গতকালের ঝড়ে অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ভয়াবহ ঝড়ের ফলে যে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি দেখেই বুঝা যাচ্ছে।

এদিকে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য Steiermark, Kärnten ও পশ্চিমের Tirol রাজ্যের Osttirol এ গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রেল যোগাযোগ স্থগিত ঘোষণা করা হয়েছে। ঝড়ের কারণে বিভিন্ন স্থানে রেল লাইনের ওপর গাছ পড়ার ফলে অনেক জায়গাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,তীব্র ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ এবং রেলওয়ে অবকাঠামোর ক্ষতির কারণে ÖBB বৃহস্পতিবার বিকেলে ক্যারিন্থিয়া, পূর্ব টিরল এবং স্টাইরিয়াতে সমস্ত রেল চলাচল বন্ধ করে দিয়েছে। জানা গেছে ক্যারিন্থিয়া(Kärnten)এবং স্টাইরিয়া(Steiermark) এলাকার জন্য ১১০ কেভি রেলওয়ে পাওয়ার সাপ্লাইয়ের একটি বড় মাপের ব্যর্থতা অর্থাৎ বিদ্যুতের সরবরাহ বন্ধ। ধারণা করা হচ্ছে আগামীকাল শনিবার আগে আর রেল যোগাযোগ পুনস্থাপন সম্ভব হবে না।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় ঘূর্ণিঝড়ে ৫ জনের মৃত্যু,আহত ১৫

আপডেটের সময় ১২:০০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

ঘূর্ণিঝড়ের কারনে অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য Steiermark, Kärnten ও পশ্চিমের Tirol রাজ্যের Osttirol এ সাময়িক রেল যোগাযোগ স্থগিত রেখেছে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB)

ব্যুরো চীফ, অষ্ট্রিয়াঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ সহ সকল জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) অস্ট্রিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ১৩৯ কিলোমিটার বেগে এক ঘূর্ণিঝড় বয়ে গেছে। এই আকস্মিক ঝড়ে পাঁচজনের মৃত্যু ও ১৫ জনের মত আহত হওয়া ছাড়াও সয়-সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

অস্ট্রিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকার কাছে উৎপত্তি এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় ১৩০ থেকে সর্বোচ্চ ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে উত্তর ইতালি,ক্রোয়েশিয়ার কিছু অংশে এবং অস্ট্রিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে। গতকাল ইতালির স্থানীয় সময় সকালে ঝড়টি প্রথমে আঘাত হানতে শুরু করে। প্রথমে তাসকানি এবং পড়ে উত্তর ইতালির উপর আছড়ে পড়ে।  বিকেল ৩.৩০ নাগাদ শেষ পর্যন্ত লাভন্তালের সেন্ট আন্দ্রে পৌঁছে। আর সন্ধ্যার কিছু পূর্বে অস্ট্রিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আঘাত হানে।

অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দক্ষিণের রাজ্য Kärnten এ যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানে,তখন অনেকেই লেকে গোসল করছিল এবং শিশুরা লেকের পাশে গাছের নীচে খেলা করছিল। ঘূর্ণিঝড়ে একটি বিশাল আকৃতির গাছ ভেঙ্গে পড়লে ৪ ও ৮ বছরের দুইটি মেয়ে শিশু গাছের চাপায় নিহত হয়।

একজন প্রত্যক্ষদর্শী অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমকে জানায় মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই সব ওলট-পালট হয়ে যায়। আকস্মিক একটি প্রচণ্ড দমকা হাওয়া লেকের ওপর আছড়ে পড়লে গাছটি ভেঙ্গে শিশুদের ওপর পড়লে তারা সাথে সাথেই গাছের নীচে পড়ে মারা যায়। অবশ্য তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হলে উপস্থিত জরুরী চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘূর্ণিঝড়টি পরবর্তীতে অস্ট্রিয়ার দক্ষিণ দ্রুত উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে দক্ষিণের Steiermark এবং NÖ রাজ্যের দক্ষিণের জেলা মোস্টভিয়েরটেল অতিক্রম করে। সেখানেই পরবর্তী আরও তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এপিএ জানায়,NÖ রাজ্যের শেইবস জেলার গেমিং-এর কাছে ঝড়ে একদল সৌখিন সাইকেল চালক দলের ওপর রাস্তার পাশের বিশাল আকৃতির গাছ ভেঙ্গে পড়লে তিন জন মহিলার মৃত্যু হয়।

এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার একজন আবহাওয়াবিদ জানিয়েছেন,”আমরা আজ সেখানে যা অনুভব করেছি তা সাম্প্রতিক দশকের সবচেয়ে হিংসাত্মক ঝড়ের ফ্রন্টগুলির মধ্যে অন্যতম একটি!” গতকালের ঝড়ে অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ভয়াবহ ঝড়ের ফলে যে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি দেখেই বুঝা যাচ্ছে।

এদিকে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য Steiermark, Kärnten ও পশ্চিমের Tirol রাজ্যের Osttirol এ গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রেল যোগাযোগ স্থগিত ঘোষণা করা হয়েছে। ঝড়ের কারণে বিভিন্ন স্থানে রেল লাইনের ওপর গাছ পড়ার ফলে অনেক জায়গাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,তীব্র ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ এবং রেলওয়ে অবকাঠামোর ক্ষতির কারণে ÖBB বৃহস্পতিবার বিকেলে ক্যারিন্থিয়া, পূর্ব টিরল এবং স্টাইরিয়াতে সমস্ত রেল চলাচল বন্ধ করে দিয়েছে। জানা গেছে ক্যারিন্থিয়া(Kärnten)এবং স্টাইরিয়া(Steiermark) এলাকার জন্য ১১০ কেভি রেলওয়ে পাওয়ার সাপ্লাইয়ের একটি বড় মাপের ব্যর্থতা অর্থাৎ বিদ্যুতের সরবরাহ বন্ধ। ধারণা করা হচ্ছে আগামীকাল শনিবার আগে আর রেল যোগাযোগ পুনস্থাপন সম্ভব হবে না।

কবির আহমেদ/ইবিটাইমস