সরকারের দুর্নীতি ও ব্যর্থতায় জনজীবন দুর্বিষহ : মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের দুর্নীতি, লুটপাট ও ব্যর্থতায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য যত রকমের রেন্টাল, কুইক রেন্টাল, আণবিক শক্তির পাওয়ার প্লান্ট সবকিছু তারা করেছে। কিন্তু এগুলোর জ্বালানি কোথা থেকে আসবে সে বিষয়ে তারা চিন্তা করেনি। কারণ ওটা করলে অনেক বেশি পয়সা পকেটে আসবে। কমিশন হিসেবে আসবে, দুর্নীতির মাধ্যমে আসবে।’

জাতীয় প্রেসক্লাবে রোববার অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিশা : দুর্নীতি ও লুটপাটের খেসারত’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এটাই এখন যথাযথ শব্দ। আমাদের যারা শাসনকর্তা, যারা শাসন করছেন তাদের দুর্নীতি, লুটপাট, অশিক্ষা, ব্যর্থতা, সবমিলিয়ে বাংলাদেশের মানুষের অবস্থা দুর্বিসহ করে ফেলেছে। প্রতিটি ক্ষেত্রে মানুষ কষ্ট পাচ্ছে। অথচ তাদের মুখের ভাষা কি? উন্নয়ন করে তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া বানিয়ে দিচ্ছে। কেউ কেউ কানাডাও বানিয়ে দিচ্ছে। অনেকে সানফ্রানসিসকোও বানিয়ে দিচ্ছে। যে দেশের ৪২ ভাগ মানুষ দরিদ্রসীমার নিচে, সে দেশে এরা সিঙ্গাপুর, কুয়ালালামপুর, কানাডা বানাচ্ছে। আবার নিজেদের নিরাপত্তার জন্য বেগমপাড়া, সেকেন্ড হোম বানাচ্ছে।

তিনি বলেন, আজকে দুর্ভাগ্য সেই জায়গায় যে শতকরা ৫১ ভাগ জ্বালানি আসে গ্যাস থেকে। সেই গ্যাস উত্তোলনের ব্যবস্থা গত ১৫ বছরে এই সরকার করেনি। আমাদের রিজু সাহেব একটা কথা বলেছেন, আমাদের সময়ের ব্যাপারটা। আমরাতো মাত্র ৫ বছর সময় পেয়েছিলাম। এরা ১৫ বছর এক নাগারে আছে। এই ১৫ বছরে তারা একটা জিনিস করেছে যে, কি করে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠানো যায়। কারা কারা পাওয়ার প্লান্টের সাথে জড়িত তা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা সবাই জানি সামিট গ্রুপ কারা। ক্যাপটিভ পাওয়ার, ইউনাইটেড গ্রুপ, কেপিসিএল, বাংলা ক্যাট, ওরিয়ন গ্রুপ। তারা বাংলাদেশের সম্পদ লুট করেছে এবং বিদেশে পাচার করেছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »