বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের নতুন রূপ BA 2.75 আতঙ্কে বিশ্ব !

অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল করোনা ভাইরাস আরেকটি অতি সংক্রামক ওমিক্রন মিউট্যান্টের জন্ম দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে,বর্তমানে পুনরায় বিজ্ঞানীদের জন্য এটি একটি উদ্বেগজনক সংবাদ কারণ নতুন এই করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের পরিবর্তিত ধরন BA 2.75 ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। আমাদের প্রতিবেশী ভারতেও এটির সংক্রমণ দেখা দিয়েছে। তাছাড়াও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশে এটির অস্তিত্ব সনাক্ত করা গেছে।

বিজ্ঞানীরা বলেছেন, বিএ ২.৭৫ নামক ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং ভ্যাকসিন ও আগের সংক্রমণ থেকে সুরক্ষা ক্ষমতা পেতে পারে। বিশ্বব্যাপী বিএ .৫সহ অন্যান্য ওমিক্রন ভ্যারিয়েন্টের তুলনায় এটি আরও গুরুতর অসুস্থতার কারণ হতে পারে কিনা তা স্পষ্ট নয়।

সাম্প্রতিক মিউট্যান্টটি ভারতের বেশ কয়েকটি দূরবর্তী রাজ্যে দেখা গেছে এবং সেখানে অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। নতুন দিল্লির কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন্সটিটিউট অফ জিনোমিক্স এন্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির একজন বিজ্ঞানী লিপি থাকরাল এ কথা বলেন।

সর্বশেষ ওমিক্রন মিউট্যান্ট মহামারীর গতিপথকে প্রভাবিত করতে পারে কিনা তা বোঝার জন্য কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।ইতোমধ্যে ভেলোরে ভারতের খ্রিস্টান মেডিকেল কলেজে ভাইরাস নিয়ে গবেষণারত ডক্টর গগনদীপ কাং বলেছেন, ভ্যারিয়েন্ট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ জেনেটিক প্রচেষ্টাকে বাস্তব বিশ্বের তথ্যের সাথে মেলায় এবং ভাইরাসের সংক্রমণ কাকে কতটা খারাপভাবে অসুস্থ করে, তা ট্র্যাক এবং ট্রেস করার জন্য আরও টেকসই প্রচেষ্টার প্রয়োজনীয়তাকে নির্দেশ করে। তিনি বলেন, “এটি গুরুত্বপূর্ণ যে নজরদারি একটি স্টার্ট-স্টপ কৌশল নয়।”

তথ্যসূত্র: ভয়েস অফ আমেরিকা

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »