ভিয়েনা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের মালিক স্ত্রীসহ গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ১৯ সময় দেখুন

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যবসায়ী গাজী আনিসুর রহমান নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের চেয়ারম্যান ডা. নুরুল আমিন এবং তাঁর স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর উত্তরা থেকেতাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার  দুপুরে গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে ওই দুইজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছিলেন।

গতকাল সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলেও আজ সকাল সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের মালিক স্ত্রীসহ গ্রেপ্তার

আপডেটের সময় ০৬:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যবসায়ী গাজী আনিসুর রহমান নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের চেয়ারম্যান ডা. নুরুল আমিন এবং তাঁর স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর উত্তরা থেকেতাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার  দুপুরে গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে ওই দুইজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছিলেন।

গতকাল সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলেও আজ সকাল সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ