হলি আর্টিজানে হামলার পর জঙ্গি গ্রেপ্তার বেড়েছে : করে র‍্যাব

ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর দেড় হাজারের বেশি জঙ্গিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার গুলশানের হলি আর্টিজান হামলার ষষ্ঠ বার্ষিকীতে ঘটনাস্থলে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব প্রধান একথা জানান।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিভিন্ন সময় র‍্যাব এ পর্যন্ত তিন হাজার জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া হলি আর্টিজানে হামলার পর দেড় হাজার জঙ্গিকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে মূল পরিকল্পনাকারী আমির সারোয়ার জাহান, অর্থায়ন ও পরিকল্পনার সঙ্গে জড়িত শরিফুল ইসলাম খালেক ও মামনুর রশিদ রিপন উল্লেখযোগ্য।’

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা একসঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সমন্বিতভাবে জঙ্গিদের নেটওয়ার্ক ও আস্তানা ভেঙে ঘুরিয়ে দিয়েছি।’

তিনি দাবি করেন, ‘জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আমরা যেভাবে জঙ্গিবাদ দমন করেছি সেই ধারাবাহিকতা ধরেও রেখেছি। সাইবার জগতে আমরা জঙ্গি কার্যক্রমের বিষয়ে নজরদারি রাখছি।’

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘জঙ্গিবাদ দমনে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছি। যার কারণে জঙ্গিবাদ এখন তাদের সক্ষমতা প্রদর্শন করতে পারছে না। তারপরেও আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগেছি না, সবসময় সতর্ক আছি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »