শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ডিভিএম ডিগ্রি পুনবহাল, সরকারি ভেটেরিনারি কলেজে বিদ্যমান সমস্যা সমাধান সহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কলেজ ক্যাম্পাসের সম্মেলন কক্ষে কলেজের শিক্ষার্থীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে কলেজের শতাধীক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সেসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি সাইদুজ্জামান মুরাদ। লিখিত বক্তব্য পাঠকালে সাইদুজ্জামান মুরাদ বলেন, ভর্তির সময় বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি ভেটেরিনারি কলেজ থেকে শিক্ষা শেষে তাদের ডিভিএম ডিগ্রি দেওয়া হবে। সেটা ভেবেই আমরা এখানে ভর্তি হয়েছি। কিন্তু বর্তমানে কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও তারা ডিভিএম ডিগ্রি না দিয়ে ভেট সায়েন্স ডিগ্রি দিতে চায়। কিন্তু আমাদের সব কোর্স ডিভিএমের। তাই বিজ্ঞপ্তি অনুসারে ডিভিএম ডিগ্রি পুনবহালের দাবি আমাদের। এছাড়া আমাদের কলেজ শিক্ষক সংসট সহ নানা সমর্স্যা জর্জরিত। আমরা এর সমাধান চাই।
লিখিত বক্তব্য আরো বলেন, এই আন্দোলনের অংশ হিসাবে আমরা শিক্ষার্থীরা মানববন্ধন বিক্ষোভ মিছিল, সমাবেশ, মহাসড়ক অবরোধ, বিভিন্ন দপ্তরে স্বারক লিপি প্রদান, কলেজ ক্যাম্পাস চত্তরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ কাউকে কলেজে প্রবেশ করতে না দেওয়া, জেলা প্রশাসনের সাথে মিটিং, সংসদ সদস্যদের সাথে মিটিং করে একন পর্যন্ত তাদের মন ভোলানো আশ্বাস শেষে শান্তি পুর্ণ আন্দোলন চালু রাখি আমরা আন্দোলনের নয় দিন পেরোলেও উর্ধ্বতন কর্তৃপক্ষ এখনও কোন প্রকার সঠিক নির্দেশনা না দিয়ে আমাদেরকে তুচ্ছ ভাবছে মনে করছি। যা আমাদের প্রতি তারা মারাত্বক অন্যায় করছে বলে মনে করি। সেই সাথে আমরা সাত দফা দাবি আদায় নিয়ে কঠোর ভাবে মাঠে নামবো।
শিক্ষার্থীদের সাত দফা দাবি গুলো হল, ১. ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে “ডিভিএম” ডিগ্রী প্রদান করতে হবে। ২. নবম ব্যাচ থেকে ডিবিএম ডিগ্রির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ও পরীক্ষা নিতে হবে। যেটা আগে থেকেই চলে আসছিল। ৩.ভর্তি ফি অতিরিক্ত বাড়ানো হয়েছে যা কমাতে হবে। ৪.শিক্ষক সংকটে নিয়মিত ক্লাস পরীক্ষা হচ্ছে না, যার ফলে শিক্ষার্থীরা সেশন জটে ভুগছে দ্রতই শিক্ষক নিয়োগ দিতে হবে। ৫.বোর্ড ফাইনাল পরীক্ষার কমিটি কলেজের অধ্যক্ষ কর্তৃক মনোনিত করতে হবে। ৬. প্রতিটি হলে পর্যাপ্ত পরিমাণ ভর্তৃুকি দিতে হবে। ৭. কলেজের ল্যাব সহ আধুনিক যন্ত্রপাতি চালু করতে হবে।
ঝিনাইদহ/ইবিটাইমস