ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: সাভারে শিক্ষককে কলেজ পিটিয়ে হত্যা ও নড়াইলে কলেজ শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
বুধবার (২৯জুন) সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলার বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষকদের অংশ গ্রহনে ও বাকবিশিস-এর উপজেলা সভাপতি উপধ্যাক্ষ মো. মুজিবর রহমান বালি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন নাজিরপুর কলেজের অধ্যাপক আবুল কাশেম খান, কলেজ শিক্ষক মৃদুল কান্তি মাঝি, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার মজুমদার প্রমুখ।
পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য, সাভারে হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্চিত করার প্রতিবাদে ও বিচারের দাবীতে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস























