পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিমান বাহিনীর ফ্লাইং ডিসপ্লে কাল

ঢাকা: পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ডিসপ্লের আয়োজন করেছে। ৩১টি বিমান এবং হেলিকপ্টারের সমন্বয়ে ডিসপ্লেগুলো প্রদর্শিত হবে আগামীকাল শনিবার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআ) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, শনিবার মনজ্ঞ ডিসপ্লেটিতে দুটি মিগ-২৯, দুটি এফটি-৭বিজি/এফ-৭ এমবি এবং দুটি এফ-৭ বিজিআইয়ের সমন্বয়ে স্মোক পাস্ ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

তিনটি এফ-৭ বিজিআই/বিজি প্রদর্শন করবে ফ্লাই পাস্ট। একটি সি-১৩০জে এবং পাঁচটি কে-৮ ডব্লিউয়ের সমন্বয়ে আরেকটি স্মোক পাস প্রদর্শিত হবে। এ ছাড়া তিনটি এল-৪১০ এবং পাঁচটি গ্রোব-১২০টিপির সমন্বয়ে আরও একটি ফ্লাই পাস্ট, পাঁচটি এমআই-১৭/১৭১-এর মাধ্যমে পতাকা প্রদর্শন এবং একটি বেল-২১২-এর মাধ্যমে লিফলেট বিতরণ করা হবে।

ডিসপ্লেগুলোর মধ্যে দুটি কে-৮ডব্লিউ শেকুল মেন্যুভার, পাঁচটি কে-৮ ডব্লিউ ভিক্সেন ব্রেক, একটি মিগ-২৯ লো লেভেল এ্যারোবেটিক্স প্রদর্শনে অংশ নেবে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »