হবিগঞ্জের চুনারুঘাটে ১০টি গ্রাম ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সড়ক পাকা করন দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরী ইউনিয়নের পুরনো চাঁদ ভাঙ্গা হইতে শ্রীবাড়ি রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন। ১০টি গ্রাম ও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য সড়ক তৈরীর দাবিতে এলাকাবাসি ও শিক্ষার্থীরা পনারগাওঁ তেমোনিয়া রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এলাকাবাসির উদ্দ্যোগে ঐ সড়কে ২ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করে। মাওলানা আব্দুল আলী-এর পরিচালনায় বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন সরকারের এমপি-মন্ত্রীরা ঐ গুরুত্বপুর্ণ সড়কটি তৈরী না করায় এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকগণ বহু কষ্টে কর্মক্ষেত্রে চলাচল করতে হয়। তারা দ্রুত সড়কটি তৈরী করার জন্য প্রধানমন্ত্রী ও হবিগঞ্জের ৪ আসনের চুনারুঘাট মাধবপুরের বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি মহোদয়ের কাছে হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অত্র এলাকার শিক্ষক মো. লুৎফুর রহমান, দরবেশ আলী, হাবিবুর রহমান বাচ্চু, মাওলানা এনামূল হক, মাওলানা আব্দুল আলী, সাংবাদিক ফরিদ আহমেদ ও সাবেক চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »